‘আরিয়ান স্যার আপনি একটুও পাত্তা দেন না’, চিৎকার পাপারাৎজির! তুলোধোনা সোশ্যালে
শাহরুখ-পুত্র আরিয়ান খান সদ্য পা রেখেছেন বলিউডে। যদিও বাবার মতো ক্যামেরার সামনে নয়, তিনি কাজ করছেন ক্যামেরার পিছনে। দেখা মিলবে পরিচালক হিসেবে। তবে এখন থেকেই শুরু ‘খামখেয়ালিপনা’! এরকমটা আমরা বলছি না, বলছে ভাইরাল হওয়া একাধিক ভিডিয়ো আর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
অনুরাগ কাশ্যপের ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহাব্বত’ সিনেমার স্ক্রিনিংয়ে জাভেদ আখতার, শাবানা আজমি, রাধিকা আপ্তে এবং হুমা কুরেশির মতো সেলিব্রিটিদের সঙ্গে দেখা মিলেছিল আরিয়ান খানের। আর সেখানেই শাহরুখ পুত্র যা করলেন তা দেখে যে কারও গরম হবে মাথা। ভেন্যুতে থাকা পাপারাৎজিদের শত অনুরোধ উপেক্ষা করে গটগটিয়ে ঢুকে যান ভিতরে। ফেরার সময়েও একই জিনিস। একজন ফোটোগ্রাফার তো বলেই বসলেন, ‘আরিয়ান স্যার আপনি সবসময় ইগনোর করেন’।
আপাতত এই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে শাহরুখ খান ‘পাঠান’ দিয়ে কোটি-কোটি মানুষের ভালোবাসা কোড়াচ্ছেন, সেখানে এ কী করছে তাঁর ছেলে! ভাইরাল ভিডিয়োর কমেন্ট সেকশনেই শুরু হল কটাক্ষ। একজন লিখলেন, ‘ফোটোগ্রাফারদেরও বলিহারি, কেন যায় ছবি তুলতে।’ আরেকজন লিখেছেন, ‘জয়া বচ্চন, আরিয়ান খানদের তো মিডিয়ারই বয়কট করা উচিত।’ তৃতীয় জন লিখলেন, ‘সবে পরিচালনা করবে ঠিক করেছে। এখনও একটাও কাজ করেনি। তাতেই এই অবস্থা। বাবার টাকার গরম থাকলে এরকমই হয়।’
প্রসঙ্গত, খবর রয়েছে ফিল্ম মেকিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শাহরুখ-গৌরীর প্রথম সন্তান। আপাতত একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে মহা ব্যস্ত তিনি। খান পরিবারের ঘনিষ্ঠ-সূত্র জানানচ্ছে, তরুণদের আকাঙ্খা, স্বপ্ন এবং দুঃস্বপ্ন নিয়ে তৈরি হবে এটি। খানদের একজন ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু দিনকয়েক আগে মিডিয়াকে জানিয়েছেন, ‘আরিয়ান চান না ডেডলাইনে ডেলিভারি করার জন্য কোনো বাড়চি চাপ আসুক, ইত্যাদি। আসলে তিনি চান নিজের মতো করে কাজটা শেষ করতে, আর এই সময়টায় যেন কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাঁর ঘাড় নিঃশ্বাস না ফেলে। প্রায় প্রতিটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাঁকে চুক্ষি স্বাক্ষর করাতে আগ্রহী। আরিয়ানও বোঝে একজন নতুন পরিচালক হওয়া সত্ত্বেও কেন সকলে তাঁর সিরিজ কিনতে এত উৎসাহ দেখাচ্ছে। কিন্তু তিনি তাঁর বাবার জন্য কোনও বিশেষ সুবিধে নিতে চান না।’
যদিও রিপোর্ট বলছে, বোন সুহানার মতোই আরিয়ান লঞ্চ হবে বিশ্বের অন্যতম বড় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স দিয়েই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here