‘আরিয়ান আমাকেও ছাপিয়ে যেতে চায়, আমরা বন্ধু, ওর সঙ্গে নোংরা রসিকতাতেও কুণ্ঠা নেই’
সম্প্রতি, পরিচালক হিসাবে বলিউডে পা রেখেছন শাহরুখ পুত্র আরিয়ান খান। শুধু পরিচালক হিসাবে নয় এখন আরিয়ান আবার তাঁর পোশাক ব্র্যান্ড ‘ডি’ওয়াইএভিওএল এক্স’ -এর কর্ণধার। সেই পোশাক সংস্থার জন্য সম্প্রতি বিজ্ঞাপনের শ্যুট করেছেন শাহরুখ। আর সেই বিজ্ঞাপনের আবার পরিচালক ছিলেন আরিয়ান খান। বাবাকে লাইট, ক্য়ামেরা, অ্যাকশন বলেছেন ছেলে আরিয়ান।
একবার ছেলে আরিয়ানের সঙ্গে বাবা হিসাবে তাঁর বন্ধনের কথা শেয়ার করেছেন শাহরুখ খান। কিং খানের কথায়, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্ব পূর্ণ। সেই বন্ধুত্ব এমনই যে ছেলের সঙ্গে নোংরা রসিকতা করতেও কুণ্ঠা বোধ করেন না। শাহরুখের কথায়, তাঁর ছেলে নাকি তাঁর থেকেও বড় হতে চান।
আরও পড়ুন-শিমলার বাড়িতে স্মৃতিতে ফেরা, পুরনো দিনের কাঠের উনুন জ্বালিয়ে রান্না প্রীতির
আরও পড়ুন- ব্যক্তিগত স্বার্থে মিথ্যা #Metoo-র অভিযোগ আনাকে সমর্থন করি না, এটা অন্যায়: সন্দীপ্তা সেন
২০১৮ সালে শাহরুখ এক সাক্ষাৎকারে শাহরুখ প্রথম সন্তান প্রসঙ্গে বলেছিলেন, ‘আরিয়ান,-এর মধ্যে আমি নিজেকে দেখি। যখন আমি ছোট ছিলাম এমনই ছিলাম। শুধু ও্র অনেক বেশি পরিণত। আরিয়ান একজন পরিচালক ও একজন লেখক হতে চায়। সেজন্যই ও পড়াশোনা করছে। যেমন সুহানা একজন অভিনেত্রী হতে চায়। যখন আমি মাঝে মাঝে আরিয়ানের সঙ্গে থাকি, আমরা খালি গায়ে, শুধু শর্টস পরে পাশাপাশি শুয়ে থাকি এবং কিছু নোংরা রসিকতাও করি। আমরা ছবি তৈরি নিয়ে কথা বলি কারণ ও ওটাই এখন শিখছে। যদিও ও ওই আলোচনা থেকে অনেক সময় সরে যায়, কারণ ও ওটা নিজের উদ্যোগে শিখতে চায়।’
শাহরুখ আরও বলছিলেন, ‘আমরা ঝামেলায় পড়া, মারামারি করা, কীভাবে অন্য লোককে মারতে হয় বা যখন কোনও লোক আপনার সঙ্গে গণ্ডগোল পাকায় তার জবাব দেওয়ার বিষয়েও কথা বলি। আরিয়ান আবার কখনও ওঁর উচ্চাকাঙ্ক্ষা নিয়েও কথা বলে, ও বলে ও নিজেকে একদিন কোথায় দেখতে চায়। ও নিজের বিষয়ে খুব স্পষ্ট।’
For all the latest entertainment News Click Here