আরাধ্যার আবেদনের জের, অভিযুক্ত YouTube চ্যানেলের উপর নিষেধাজ্ঞা আদালতের
তাঁর শরীর এবং মানসিক স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে কোনও কোনও YouTube চ্যানেল। এই অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাধ্যা বচ্চন। তাঁর ভিযোগের ভিত্তিতে রায় দিল কোর্ট। নিষেধাজ্ঞা জারি হল অভিযপক্ত চ্যানেলের বিরুদ্ধে। তবে এখানেই শেষ নয়।
অমিতাভ বচ্চনের ১১ বছরের নাতনি আরাধ্যা। কিছু দিন আগে তাঁর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটি খবর ভাইরাল হয়ে যায়। এই YouTube চ্যানেলে সেটি ভাইরাল হয়। পরে জানা যায়, খবরটি আসলে ভুয়ো। ভুয়ো খবর প্রচার করা সেই চ্যানেলের বিরুদ্ধে মামলা করেন অমিতাভর নাতনি। বৃহস্পতিবার তারই নিরিখে রায় শোনালো কোর্ট।
আরও পড়ুন: জীবন ও স্বাস্থ্য নিয়ে ‘ভুয়ো খবর’, ইউটিউব ট্যাবলয়েডের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ১১ বছরের আরাধ্যা
বলা হয়েছে, এই চ্যানেলে আপাতত কোনও ভিডিয়ো আপলোড করা যাবে না। শুধু তাই নয়, Google-এর কাছে নির্দেশ পাঠানো হয়েছে, কারা এই চ্যানেলের নেপথ্যে রয়েছে, তাদের নাম প্রকাশ করার জন্য আরাধ্যাকে নিয়ে এই জাতীয় আর কী কী কুরুচিকর এবং ভুয়ো কথা ছড়ানো হয়েছে, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেগুলি দ্রুত YouTube থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরিশঙ্করের একক বিচারকের বেঞ্চ আরাধ্যা বচ্চনের আবেদনের শুনানি করেছে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি এবং কেউ কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে জানা গিয়েছে, যে সংস্থা তাঁদে পরিবারের সদস্যের নামে এইসব ভুয়ো খবর ছড়িয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বচ্চন পরিবার। আরাধ্যাকে নিয়ে পরিবার আরও বেশি করেন চিন্তিত। কারণ আরাধ্যা এখনও নাবালিকা। তার বিরুদ্ধে এমন নেতিবাচক খবরের সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে মনের উপর। সেই কারণেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাঁদের তরফে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here