আরবাজকে কবে বিয়ে করছেন? সম্পর্ক নিয়ে কী বলছেন ২০ বছরের ছোট জর্জিয়া
ইতালির মডেল জর্জিয়া আন্দ্রিয়ানি। অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই নাকি জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ খান। জর্জিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে সম্পর্কে রয়েছেন আরবাজ। তাঁদের সম্পর্ক বলিউডের অন্যতম চর্চার বিষয়। কবে বিয়ে করছেন তাঁরা? সম্প্রতি সেই নিয়ে মুখ খুলেছেন জর্জিয়া।
আরবাজ খানের সঙ্গে বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এক সংবাদমাধ্যমকে জর্জিয়া সাফ জানিয়েছেন, ‘আমি আগেও যেমন বলে এসেছি, এখনও বলছি, আমরা খুব ভালো বন্ধু। কিন্তু বিয়ে বা বিয়ে পর্যন্ত ভাবা, সত্যি কথা বলতে এমন কিছু নিয়ে এখনও পর্যন্ত আমরা ভাবছি না।’
আরও পড়ুন: জঙ্গি হত্যাকারী ২০ বছরের কাশ্মীরি মেয়ের চরিত্রে শ্রদ্ধা, কে এই রুকসানা কৌসার
তবে করোনা মহামারী আসার পরই নাকি আরবাজের সঙ্গে তাঁর রসায়নের অনেকটাই বদল এসেছে বলে মত জর্জিয়ার। তিনি যোগ করেছেন, ‘লকডাউনে আমাদকে অনেক কিছু ভাবিয়েছে। বলতে গেলে, এটি মানুষকে হয় কাছাকাছি আসতে বা দূরে সরে যেতে বাধ্য করেছে।’
আরবাজের থেকে বয়সে প্রায় ২০ বছরের ছোট জর্জিয়া। বয়সের ব্যবধান নিয়ে সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছিলেন, ‘আমাদের মধ্যে অনেকটাই বয়সের ব্যবধান। কিন্তু আমরা কেউই তা অনুভব করিনি। আমি মাঝে মধ্যে ওকে জিজ্ঞেস করি, ‘সত্যি?’ এটা কিন্তু অল্প সময়ের হতে পারে। কিন্তু একটি সম্পর্কে জড়ানোর পর আগামীর কথা খুব বেশি ভাবি না আমরা। সময়ের সঙ্গে অনেক প্রশ্নের উত্তর মেলে।’
For all the latest entertainment News Click Here