‘আরও ৩০টি সেঞ্চুরি করতে হবে তো,’ পাকিস্তান ম্যাচের আগে কোহলিকে আখতারের পরামর্শ
২০২২ এশিয়া কাপের সুপার ফোর-এর দ্বিতীয় ম্যাচ অর্থাৎভারত বনাম পাকিস্তানের ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, যে এই ম্যাচে পাকিস্তানের দলকে জিততে হলে বাবরকে ওপেনিং নয়, বরং তিন নম্বরে আসতে হবে। আখতার বলেছেন, ফখর যেন ম্যাচে ওপেন করেন। নিজের ইউটিউব চ্যানেলে আখতার বলেছেন, বাবরকে তাঁর অধিনায়কত্বে আক্রমণাত্মক মনোভাব পোষণ করতে হবে। এছাড়া পাকিস্তান দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার কথাও বলেছেন শোয়েব আখতার।
আরও পড়ুন… এতক্ষণ কোহলির সঙ্গে কী কথা হচ্ছিল? মজার উত্তর দিলেন দ্রাবিড়
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, এই ম্যাচে ভারতকে হারানোর সামর্থ্য রয়েছে পাকিস্তান দলের। আশা করছি দলের বোলার ও ব্যাটসম্যানরা তাদের কাজ ঠিকঠাক করবেন। এ ছাড়াও আখতার ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কেও কথা বলেছেন। রোহিত শর্মা সম্পর্কে শোয়েব আখতার বলেছিলেন, ‘আমি জানি না তবে তাঁকে দেখে মনে হচ্ছে অধিনায়কত্বের কারণে তার উপর চাপ রয়েছে। সে আটকে পড়েছে বলে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে রোহিত তাঁর খেলা উপভোগ করছেন না। অধিনায়কত্বের চাপে পড়েছেন তিনি।’
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ৭০টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আর ৩০টি শতরান করলে তবেই তিনি ১০০টি সেঞ্চুরি করতে পারবেন। সেই কারণেই ৩০টি শতরানের কথা বলেছেন শোয়েব আখতার। বিরাটের এই ৩০টি শতরান নিয়ে নিজের বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন পাক পেসার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতার ভারতের আরও এক ব্য়াটার বিরাট কোহলি সম্পর্কেও কথা বলেছেন।
আরও পড়ুন… পাকিস্তানের বিরুদ্ধে আর ১২ রান করলেই T20I এই বড় রেকর্ড গড়ে ফেলবেন রোহিত শর্মা
শোয়েব আখতার বলেন, ‘কোহলিও তেমন ভালো খেলতে পারছেন না।’ শোয়েব আখতার বলেন,‘ওর ব্যাটিংয়ে আত্মবিশ্বাস নেই। কোহলিকে আমার পরামর্শ হবে, বিরাট বিশ্বকাপ পর্যন্ত দেখুন,যদি এই ফর্ম্যাটটি আপনার পছন্দ না হয়, তবে আপনাকে আপনাকে নিজের ক্যারিয়ার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আরও ৩০টি সেঞ্চুরি করতে হবে তো! আপনাকে দেখতে হবে কীভাবে আপনি এটি করবেন। নিজেকে দেখতে হবে আপনি বড় খেলোয়াড় হতে চান নাকি বড় ব্যাটসম্যান হতে চান। ৩০টি সেঞ্চুরি তাঁকে মেরে ফেলবে। ছোট ফর্ম্যাটে কোহলিকে চাপে দেখাচ্ছে।’
For all the latest Sports News Click Here