আরও বাড়ছে বিশ্রামের সময়, নিজের দেশের BBL-এও খেলবেন না মেগ ল্যানিং
শুভব্রত মুখার্জি: অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপের আসর। আর ঠিক তার কয়েকদিন আগেই ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলা বিগ ব্যাশ লিগের আসর। তবে মহিলা বিবিএল শুরু হলেও এবারের আসরে থাকছেন না মেগ ল্যানিং। নিজের বিশ্রামকে দীর্ঘায়িত করতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিনিয়র মহিলা দলের অধিনায়ক তিনি। তার হাত ধরেই একাধিক সাফল্যের মুখ দেখেছে সিনিয়র মহিলা দল। কয়েক মাস আগেই হয়ে যাওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছে অস্ট্রেলিয়া।
সেই মেগ ল্যানিং কি মানসিক চাপে ভুগছেন? সেই কারণেই কি কার্যত বেন স্টোকসের ঢঙে অনির্দিষ্টকালের জন্য বিশ্রাম নিচ্ছেন তিনি? এরকম নানা প্রশ্ন সামনে আসছে। ৩০ বছর বয়সি মেগ ল্যানিং যদি এই বছর খেলতেন তাহলে তার মেলবোর্ন স্টারস ফ্রাঞ্চাইজির হয়ে খেলার কথা ছিল। মেলবোর্নের তরফ থেকে এই মরশুমের মহিলা বিগ ব্যাশে মেগ ল্যানিংয়ের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই মুহূর্তে মেলবোর্নের তরফ থেকে মেগ ল্যানিংয়ের পরিবর্ত কোন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। বলা ভালো মেলবোর্নের অধিনায়ক হওয়ার কথা ছিল তার। ফলে এবার টিম ম্যানেজমেন্টকে নয়া এক অধিনায়ককে বেছে নিতে হবে। ১৫ অক্টোবর মেলবোর্ন তাদের প্রথম ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ ব্রিসবেন হিট। ফলে টিম ম্যানেজমেন্টের হাতে সময় ও খুব কম রয়েছে দুটি বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
মেগ ল্যানিং কবে ২২ গজে ফিরবে সেই বিষয়ে কার্যত নিশ্চিত নন কেউ। উল্লেখ্য বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পরেই এই সাহসী সিদ্ধান্ত নেন মেগ ল্যানিং। মেলবোর্ন স্টারসের তরফেও তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। মেলবোর্নের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ‘ক্লাব ওর সিদ্ধান্তকে সম্মান জানায়। ওর গোপনীয়তা সম্মান জানানোর জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে।’
For all the latest Sports News Click Here