‘আরও বাচ্চা চাই..’, প্রকাশ্যেই এ কী বলে বসলেন যশ! লজ্জায় লাল নুসরত, দেখুন ভিডিয়ো
নিয়ন আলোর ঝলকানিতে জমে উঠেছে ক্যামাক স্ট্রিটের পানশালার রাতপার্টি। কালো কাঁধখোলা বডিকন ড্রেসে ‘সেক্সি’ লুকে নুসরত। গলায় ঝুলছে রুপোর ঝালর, স্মোকি আইস, খোলা চুল, স্টেটমেন্ট কানের দুলে মায়াবী লুকে নুসরত জাহান। পাশে কালো রঙা হাফ শার্ট আর ব্লু ডেনিমে তাঁর ‘বেটারহাফ’ যশ দাশগুপ্ত। উপলক্ষ্য যশ-নুসরতের প্রযোজনা সংস্থা ‘ওয়াইডি ফিল্মস’-এর লঞ্চ। সুখবর মিলেছিল আগেই, শনিবার আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রযোজনা সংস্থা ও তার প্রথম ছবির ঘোষণা সারলেন ‘যশরত’।
যশ-নুসরতের নতুন শুরুর সাক্ষী থাকতে হাজির একঝাঁক তারকারা। বড়পর্দার পাশাপাশি শামিল ছোটপর্দার সেলেবরাও। তনুশ্রী, শ্রাবন্তী,সুস্মিতা চট্টোপাধ্য়ায় থেকে বনি-কৌশানি, ছিলেন সৃজিত-বিরসা-রাজা চন্দরাও। তবে দেখা মিলেনি নুসরতের ‘বোনুয়া’ মিমির। সৌমিতৃষা কুণ্ডু, নীল-তৃণাদেরও দেখা গেল যশ-নুসরতের পার্টিতে।
ছেলে ইশান দাশগুপ্তর নামেই যশ-নুসরতের প্রযোজনা সংস্থার নাম। নায়ক যদিও একে নিজের ‘সন্তান’ বলেই সম্বোধন করলেন। যশ ভরার মাঝে বলে বসলেন, ‘ওয়াইডি ফিল্মস… মেন্টাল, আমাদের সন্তান। আর আমরা এইভাবেই যেন ভালোবাসার সঙ্গে আরও আরও বাচ্চা তৈরি করতে পারি…’। যশের কথা শুনে ততক্ষণে লজ্জায় লাল নুসরত। মঞ্চে হাসি চাপতে পারলেন না নায়িকা।
নুসরত-যশের এই ‘বড় ঘোষণা’য় উত্তেজনা টলিপাড়ায়। এদিন নায়ক-নায়িকা হিসাবে পর্দা কাঁপিয়েছেন দুজনে, এবার প্রযোজকের ভূমিকায়। প্রযোজক যশ-নুসরতের প্রথম ছবি ‘মেন্টাল’ হতে চলেছে পুলিশ কাহিনি নির্ভর ছবি। রোহিত শেট্টির ধাঁচে নাকি এবার টলিউডে ‘কপ ইউনিভার্স’ তৈরির পরিকল্পনা রয়েছে যশরতের। ছবি পরিচালনায় বাবা যাদব। ছবিতে যশ-নুসরত ছাড়াও অভিনয় করবেন সায়ন্তনী ঘোষ। দীর্ঘদিন পর টলিউডে ফিরলেন মুম্বইয়ের এই বাঙালি অভিনেত্রী। ছবির বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি।
‘মেন্টাল’-এর লঞ্চে জোর গলায় যশ জানালেন, ‘এবার ইন্ডাস্ট্রিকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। যেখান থেকে আমরা নাম তৈরি করেছি, অর্থ উপার্জন করেছি, তাকেও তো কিছু দিতে হবে? বাংলা কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনতে হবে। হয়ত নতুন প্রযোজক হিসাবে এটা অনেক বড় কথা, কিন্তু আমরা চেষ্টা করব। অতীতে যে ধরণের কমার্শিয়াল ছবি হয়েছে সেটাই নতুন মশালা মিশিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছি’।
নুসরতের কথায়, ‘আমরা সিনেমা নিয়েই বাঁচি, আজ এখানে সিনেমার সেলিব্রেশন নিয়ে আমরা হাজির হয়েছি। এর চেয়ে বেশি কিছু বলব না, নাইটক্লাবে ভাষণ দিতে আমি অভ্যস্থ নই’।
সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়ে নুসরত লেখেন- ‘বড় খবর। আমাদের নিজের প্রযোজনা সংস্থা লঞ্চ করলাম। এক সুন্দর সিনেমাটিক যাত্রার জন্য তৈরি হন। সিলভার স্ক্রিনে জাদু ছড়াতে আমরা আসছি। বাতাস জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা’। জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচন মিটলেই ‘মেন্টাল’-এর শ্যুটিংয়ের কাজ হাত দেবেন যশ-নুসরত। সব মিলিয়ে যশ-নুসরতের নতুন শুরু ঘিরে উত্তেজনা সত্যিই ছড়িয়ে পড়েছে টলিউডে।
For all the latest entertainment News Click Here