‘আরও গরম লাগছে!’, গোলাপি বিকিনি পরে পুলের জলে ঋতুপর্ণাকে দেখে হাল খারাপ ভক্তদের
এখন আর আগের মতো কাজ করেন না। তবে তাতেও চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার পাশাপাশি ঋতুপর্ণা আজকাল থাকেন সিঙ্গাপুরেও। দুই দেশেই চলে তাঁর ঘর সংসার। বয়স দেখতে দেখতে ৫১ পেরিয়েছে। কিন্তু দেখে বোঝা দায়।
রবিবার ‘বিট দ্য হিট’ ক্যাপশনে নিজের বিকিনি পরা লুকের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে পরে আছেন গোলাপি রঙের স্নানপোশাক। খোলা চুল। জল ছড়াচ্ছেন নিজেরই চার দিকে। ছবির সঙ্গে হ্যাশট্যাগে জুড়লেন ‘swimming scenes’, ‘swimming scenes’, ‘throwback’। আরও পড়ুন: খবর অক্টোবরেই বিয়ে! রাঘবের সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা শেষমেশ ভাগ করলেন পরিণীতি
ছবি দেখে ঋতুপর্ণার এক ভক্ত মন্তব্য করলেন, ‘কি জেনো একটা আছে তোমার ভেতরে। তাই আজও একবার দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে’। দ্বিতীয় জনের মন্তব্য় ‘এখনও সবচেয়ে হট বাঙালি অভিনেত্রী। আপনারাও কি একমত?’ তৃতীয়জন লিখলেন, ‘গরম কমানোর বদলে তুমি তো দেখছি আরও বাড়িয়ে দিলে!’ আরও পড়ুন: নিন্দুকদের মুখে ঝামা! শনিবারে আয় বাড়ল কিসি কা ভাই কিসি কি জানের, পেরলো ৪১ কোটি!
চলতি বছরের প্রথমেই মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি। ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘মায়াকুমারী’। সিনেমা জগৎকে নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। বিপরীতে ছিলেন আবীর চট্টোপাধ্যায়। তার আগে প্রসেনজিতের সঙ্গে নিয়ে আসেন ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। যাতে দুজনেই কেমিও করেছিলেন।
খুব জলদিই আরও একবার কাজ করবেন প্রসেনজিতের সঙ্গে। তবে এবার আর কেমিও নয়। এটাই হবে এই জুটির ৫০তম ছবি। পরিচালনা করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কোন গল্প ধরা পড়বেন তাঁরা আগামী ছবিতে? এই বিষয়ে পরিচালক জানিয়েছিলেন, ‘একটি জটিল সম্পর্কের সমীকরণ ধরা পড়বে এখানে। এখন কেবল এটা বলতে পারি কোনও সুখী দম্পতির গল্প দেখানো হবে না এখানে। এখন বলবেন কেন? মানুষ এখন জটিলতা দেখতে চায়, তাঁরা সম্পর্কের বিভিন্ন দিক দেখতে চান। আমি এখন স্ক্রিপ্টের উপর কাজ করছি। সব ঠিক থাকলে মার্চ থেকে শ্যুটিং শুরু করব।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here