আম্বানি পুত্রের বাগদান বলে কথা! ১০ মিনিট গান গেয়ে কত কোটি পকেটে পুরলেন মিকা?
আম্বানি পরিবারের ছোট ছেলের এনগেজমেন্ট বলে কথা, সেখানে জলের মতো টাকা খরচ হবে সেটাই স্বাভাবিক। আসলে বিশেষ মুহূর্তগুলো কীভাবে খাস করে তুলতে হয় সেটা ভালোভাবেই জানেন আম্বানিরা! বৃহস্পতিবার শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানী বাগদান পর্ব সারলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের সঙ্গে। অম্বানীদের মুম্বইয়ের বাসভবন ‘অন্তিলা’তেই বসেছিল এনগেমেন্টের গ্র্যান্ড আসর। সেখানে হাজির ছিলেন বলিউডের রথী মহারথীরা।
রণবীর-আলিয়া থেকে শাহরুখ খান,সলমন খান, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর- কে ছিলেন না তালিকায়! মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর পুত্র আদিত্য ঠাকরেও উপস্থিত ছিলেন এই সেলিব্রেশনে।
এদিনের অনুষ্ঠানে চারচান্দ লাগালো মিকার মিউজিক। হ্যাঁ, আম্বানি পুত্রের বিশেষ দিনে গান গাইলেন মিকা সিং। রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত-রাধিকার। এরপর মুম্বই ফেরেন জুটি। তাঁদের স্বাগত জানাতে করা হয় পুষ্প বৃষ্টি, আলোর রোশনাইতে উজ্জ্বল হয়ে উঠে ‘অন্তিলা’, ঢোল-নাগারার তালে তালে আর মিকার গানে বাড়িতে প্রবেশ করেন অনন্ত-রাধিকা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিকার পারফরম্যান্সের ঝলক। সেখানে মিকার গানের তালে তালে নাচতে দেখা গেল আম্বানি পরিবারকে। বলিউডের অন্দরমহল সূত্রে খবর ১০ মিনিটের এই পারফরম্যান্সের জন্য নাকি বিরাট দর হেঁকেছেন মিকা। আম্বানি পরিবার গায়ককে ১.৫ কোটি টাকা দিয়েছে এই মাত্র ১০ মিনিট গান গাইবার বিনিময়ে! এখনও পর্যন্ত মিকার টিমের তরফে এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।
কে আম্বানি পরিবারের ছোট বউ?
রাধিকা মার্চেন্ট এনকোর হেলথকেয়ারের CEO বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে। রাধিকা একজন সুপ্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। তিনি শ্রী নিভা আর্টসের গুরু ভাবনা ঠাকরের শিষ্য। আট বছর ধরে ভরতনাট্যমের তালিম নিয়েছেন। অনন্ত-রাধিকার সম্পর্কে আগেই শিলমোহর দিয়েছিল পরিবার, আর এবার পাকাপাকি ভাবে আম্বানি পরিবারের সদস্য হলেন রাধিকা। এখন অপেক্ষা শুধু বিয়ের সানাইয়ের।
For all the latest entertainment News Click Here