আম্পায়ারকেও নিয়ে আসা হোক, টাই সিরিজের পুরস্কার নেওয়ার সময় কটূক্তি হরমনের
শনিবার বাংলাদেশের মীরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ এবং নির্ণায়ক ম্যাচ খেলতে নামে ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। তবে সেই ওডিআই ম্যাচ ড্র হয়। আর এই ম্যাচ চলাকালীনও ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আম্পায়ারদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই উইকেট ভেঙে দেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ২২৫ রান তোলে চার উইকেটের বিনিময়ে। বাংলাদেশের হয়ে ব্যাটার ফারগানা হক ১২৭ রান করেন। অন্যদিকে রান তাড়া করতে নেমে ভারতের ওপেনার স্মৃতি মন্ধনা দুর্দান্ত পারফরম্যান্স করেন। তিনি করেন ৫৯ রান। মিডিল অডারে হার্লিন দেওল করেন ৭৭ রান। এই দুইজন ভালো পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেনি। শেষের দিকে ৩৪ রানে তাদের ৬ উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২২৫ রানে থেমে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ পর্যন্ত ১-১ ড্র হয়ে যায়।
ভারতের হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়েছিল জেমিমা রড্রিগেস এবং মেঘনা সিং। জেমিমা করেন অপরাজিত ৩৩ রান। আর মেঘনা করেন ৬ রান। ভারতের অধিনায়ক ব্যাটে নেমে হতাশাজনক ভাবে আউট হয়ে যান। তার ক্যাচ আউট দেওয়ার সিদ্ধান্তর জন্য অন-ফিল্ড আম্পায়ার মহাম্মদ কামরুজ্জামান এবং তানভীর আহমেদ দু’জনের বিষয়েই অসন্তোষ প্রকাশ করেন।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলার পর সম্প্রচারকারী সংস্থাকে হরমনপ্রীত বলেন, ‘আমার মনে হয় আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারি। কিন্তু এখানে এসে আমরা ক্রিকেট ছাড়াও আম্পায়ারিং নিয়ে যা দেখলাম তাতে আমরা খুবই অবাক হয়েছি। পরেরবার যখন আমরা বাংলাদেশে খেলতে আসবো তখন আমরা নিশ্চিত হয়ে আসবো এমন ধরনের আম্পায়ারই থাকবে। আর এই ধরনের আম্পায়ারদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে আসব।’
তবে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছিল তা সত্যিই অসাধারণ। তারা পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করছিল। তারা যে সিঙ্গেলগুলি নিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা যখন খেলছিলাম তখন খুব ভালোভাবে খেলাটাকে নিয়ন্ত্রণ করেছি। আমি আগেই বলেছি আম্পায়াররা ঠিকভাবে আম্পায়ারিং করছিল না। এটা সত্যিই হতাশার।’ ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বিবৃতি দেওয়ার পরও হরমনেরর ক্ষোভ কমেনি। ট্রফি হাতে তোলার সময়ও তিনি বিভিন্ন মন্তব্য করতে থাকেন। এই অবস্থায় বাংলাদেশের অধিনায়ক নিজের দল নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে চলে যান।
For all the latest Sports News Click Here