আমেরিকায় ছেলের হাত ধরে শাকিব, পিছন পিছন অপু! ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর চর্চা
ফের চর্চায় শাকিব খান আর অপু বিশ্বাস। তবে এবারের আলোচনাটা মন ভালো করেছে শাকিব আর অপু-র ভক্তদের। যে প্রেম কাহিনি হঠাৎই থেমে যায় কোনও এক ভুল বোঝাবুঝির কারণে, তা ফের জোড়া লাগার সম্ভাবনা দেখা দিয়েছে। এতদিন অপুকেই দেখেই অনেকের ধারণা হত, সম্পর্ক ফের জোড়া লাগানোর চেষ্টা করছেন বোধহয় নায়িকা। তবে এবার শাকিব খানও এগিয়ে এলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি। যা দাবি করছে একমাত্র ছেলে আপু আর জয়ের সঙ্গে আমেরিকায় ঘুরছেন শাকিব আর অপু। সত্যিই কি তাই?
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে আমেরিকার রাস্তায় ম্যাকডোনাল্ডস থেকে বেরিয়ে আসছেন শাকিব আর অপু। শাকিব ধরে আছেন ছেলে জয়ের হাত। আর পিছনেই অপু। তিনজনে একই গাড়িতে উঠলেন।
সিনেমার সেটেই আলাপ অপু-শাকিবের। পরপর ঢাকাই ছবিতে কাজ করছিলেন তাঁরা সেই সময়। এরপর লুকিয়ে লুকিয়ে প্রেম করার পর ২০০৮ সালে বিয়ে করে নেন। তবে প্রেমের মতো বিয়েটাও লুকিয়ে রাখেন শাকিব-অপু। বিয়ের পরও তাঁরা একসঙ্গে কাজ করেছেন, কিন্তু কাওকে ঘুনাক্ষরে টের পেতে দেননি যে নিজেরা সংসার করছেন। সবাইকে অবাক করে ২০১৬-র এক সকালে ছেলে কোলে হঠাৎই অপু হাজির হয় বাংলাদেশের এক টিভি চ্যানেলে। লাইভে এসে ফাঁস করে দেন শাকিবের সঙ্গে তাঁর বিয়ে-বাচ্চা হওয়ার খবর। কীভাবে ভারতে একা থেকে বাচ্চার জন্ম দিয়েছেন, তাও খোলসা করেন। জানান, শাকিব চাইত না বলে এতদিন ছেলেকেও নিজের পরিচয় দেননি। কিন্তু বাধ্য হয়ে একমাত্র সন্তানের কথা মাথায় রেখেই তাঁর সংবাদমাধ্যমে সবটা ফাঁস করে দেওয়া।
অপু-র এই পদক্ষেপ ভালোভাবে নিতে পারেনি শাকিব। দুজনের মধ্যে বাড়ে দূকত্ব। ২০১৭ সাল নাগাদ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর দেখা যায়, অপুর পর বুবলীর সঙ্গেও একই জিনিস করেছেন শাকিব। বিয়ে লুকিয়ে রেখেছেন. আমেরিকায় গিয়ে শাকিবের সন্তানের জন্ম দিয়েছেন বুবলী। আর অপুর মতো নাটকীয় ভাবে বুবলীও তাঁদের ছেলেকে সামনে এনেছিলেন। এবারও এটা পছন্দ হল না শাকিবের। ফলে বুবলীর সঙ্গেও ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়ে ফেললেন।
আপাতত সে দেশের অনেকেরই দাবি, খুব সম্ভবত শাকিব খান ফিরে যাবেন তাঁর প্রথম স্ত্রী অপুর কাছেই। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর শাকিব যে বর্তমানে আমেরিকায় আছেন এটা সঠিক। তাঁদের সন্তান আব্রাহাম খান জয়ের এটা প্রথম আমেরিকায় যাওয়া। বাবা শাকিবই ছেলেকে নতুন দেশে ঘোরাচ্ছেন। সঙ্গে অপু মেনে নেন, আমেরিকায় নেমেই তাঁর শাকিবের সঙ্গে কথা হয়েছে। তবে শাকিবের সঙ্গে সম্পর্ক ঠিক হওয়া নিয়ে মন্তব্য করতে চাননি। বরং তার উত্তর, ‘সময় সবকিছু ঠিক করে দেয়।’
For all the latest entertainment News Click Here