আমূলের বাচ্চা মেয়েটি বাবাকে হারালো! চলে গেলেন তার স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা
রাজনীতি থেকে ক্রীড়াজগত, বিজ্ঞান থেকে বিনোদন– সব বিষয়েই মন্তব্য করতে এক্সপার্ট সে! মাখনের মতো সহজ-সরল কথায় কত জটিল ব্যাপার তুলে ধরে এই কন্যে। কথা হচ্ছে আমূল গার্লের। নীল রঙের চুল, তাতে বাঁধা ছোট্ট রিবন, পরনে সাদার ওপর লাল গোল গোল ডিজাইন করা ফ্রক, এই রূপে তাঁকে দেখতে অভ্যস্ত গোটা ভারত। কিন্তু তাঁর সৃষ্টিকর্তার কথা ক’জনই বা জানেন? আমূল গার্লের স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা আর নেই। নীরবেই চলে গেলেন বিজ্ঞাপন জগতের এই মহীরূহ।
১৯৬৬ সালে ‘আটারলি বাটারলি’ আমূল গার্লকে সৃষ্টি করেছিলেন বিজ্ঞাপন জগতের এই চর্চিত ব্যক্তিত্ব। মঙ্গলবার রাতে মুম্বইয়ে মারা যান তিনি। এদিন টুইটারে আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এই শোকবার্তা ভাগ করে নেন। তিনি জানান, ‘অত্যন্ত দুঃখের জানাচ্ছি শ্রী সিলভেস্টর ডাকুনহা, ডাকুনহা কমিউনিকেশনের চেয়ারম্যান গতকাল রাতে মুম্বইয়ে প্রয়াত হয়েছেন। বিজ্ঞাপন জগতের এই মহীরূহ আমূলের সঙ্গে যুক্ত ছিলেন ১৯৬০ সাল থেকে। আমূল পরিবার শোকস্তব্ধ ওঁনার প্রয়াণে’।
ষাটের দশকের মাঝামাঝি সময়ে সিলভেস্টর ডাকুনহা, ইউস্তাসে ফার্নান্দেজের সঙ্গে যৌথভাবে পেন্সিল স্কেচে ফুটিয়ে তুলেছিলেন আমূল গার্লকে। ‘আমূল গার্ল’-এর স্কেচের নীচে একটি ক্যাচলাইন জুড়ে দিয়েছিলেন ডাকুনহার স্ত্রী, ‘আটারলি বাটারলি ডিলিশিয়াস’। শুরুর দিন থেকেই সুপারহিট ‘আমূল গার্ল’। বিজ্ঞাপন জগতের দশা আর দিশা বদলেছিল আমূলের এই ম্যাসকট। তারপর থেকে গত পাঁচ দশক ধরে রাজনৈতিক ঘনঘটা হোক কিংবা ক্রীড়াক্ষেত্রে ভারতের জয়-পরাজয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হোক বা শাহরুখ, সলমনদের ছবি সব নিয়েই ‘আমূল গার্ল’-এর টিপন্নি আজও জনপ্রিয়। ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি ঘোষণা, ভারত-পাক যুদ্ধ, ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জয়, রাজীব গান্ধীর হত্যা, আমূল গার্লের চোখ ধরা পড়েছে সবকিছু।
আমূলের মার্কেটিং ম্যানেজার পবন সিং লিঙ্কডইন-এ সিলভেস্টর ডাকুনহার মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন। ‘ভারতীয় বিজ্ঞাপন জগতের কিংবদন্তি’-র মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেন তিনি, জানান গত তিন দশকে প্রয়াত ডিকুনহার কাছ থেকে বিজ্ঞাপন জগত সম্পর্কে অনেক কিছু শেখবার সুযোগ পেয়েছেন তিনি। পবন সিং-এর কথায়, ‘আমূল গার্ল ক্যাম্পেন বিজ্ঞাপন জগতে নতুন উচ্চতা ছুঁয়েছে। আউটডোর হোর্ডিং থেকে প্রিন্ট, টিভি তারপর ডিজিটাল, প্রজন্মের পর প্রজন্ম বুঁদ থেকে আমূল গার্লে। এর জনপ্রিয়তা প্রশ্নাতীত, সবটাই শুরু হয়েছিল ডিকুনহার হাত ধরে’।
সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে যে বিজ্ঞাপনের ভাবনা তৈরি করা যায়, তা ভারতীয় বিজ্ঞাপন জগতকে শিখিয়েছিলেন সিলভেস্টর ডাকুনহা। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী নিশা এবং পুত্র রাহুল ডাকুনহাকে। তাঁর মৃত্যু ভারতীয় বিজ্ঞাপন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
For all the latest entertainment News Click Here