‘আমি রোগা হলেই মৃত্যুশয্যায়’, মঞ্চে ফিরেই ‘আগুন’ মেজাজে নচিকেতা, এ কী বলে বসলেন!
চলতি মাসের গোড়ার দিকেই শেষ মুহূর্তে রামপুরহাট উৎসব থেকে সরে দাঁড়ান নচিকেতা। শো বাতিল করা নিয়ে নিজের মুখেই অসুস্থতার কারণেই এমন সিদ্ধার্থ নিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী, চার-পাঁচ ঘন্টা সড়কপথে যাত্রা করা তাঁর পক্ষে সম্ভব নয়। এরপরই গায়কের অসুস্থতা নিয়ে নানান রটনা চাউর হয় চারিদিকে। সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল নচিকেতার পরিবার।
মেয়ে ধানসিঁড়ি জানিয়েছিলেন গোটা বিষয়টা ‘বাড়িয়ে চাড়িয়ে’ দেখানো হচ্ছে। একটা গানের শো বাতিল করার জন্য তাঁকে গুরুতর অসুস্থ দেগে দেওয়া মোটেই ঠিক নয়। এর মাঝেই মঞ্চে ফিরে ফের আগুন মেজাজে নচিকেতা। ‘রাজশ্রী তোমার জন্য…’ গাইতে গাইতেই মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বলে ফেললেন, ‘অনেকেই বলে নচিদা আপনি তো রোগা হয়ে গেছেন… করিশ্মা কাপুর (খুব সম্ভবত করিনা বলতে চেয়েছিলেন) রোগা হলে বলে জিরো ফিগার, আর আমি রোগা হলেই শা* মৃত্যুশয্যায়?’
গত ৮ই ফেব্রুয়ারি হলদিয়ায় অনুষ্ঠান করেন নচিকেতা। রামপুরহাট উৎসব থেকে নাম তুলে নেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম স্টেজ শো। আর সেখানেই এই কথা বলতে শোনা গেল নচিকেতাকে। পরনে চেনা কালো জিনস, কালো ফুল স্লিভস টি-শার্টের উপর সাদা শার্ট আর গলায় কালো স্কার্ফ জড়িয়ে মঞ্চ কাঁপালেন নচিকেতা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, ‘আগুনের ছায়া পড়ে না’। ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন গায়ককে। এর আগে হলদিয়া সফরের ছবি আপলোড করে ফেসবুকে গায়ক লিখেছিলেন, ‘সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায় রাজশ্রী…’।
নচিকেতার অসুস্থতার গুঞ্জন শুরু কোথা থেকে?
রামপুরহাট উৎসব থেকে নাম সরিয়ে নেওয়ার পর ভিডিয়ো বার্তায় নচিকেতা নিজে ভিডিয়ো বার্তায় বলেছিলেন, ‘৩ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি’। তিনি আরও যোগ করেন, ‘ডাক্তারবাবু আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু, আমি পরে কম্পেনসেট করে দেব।’ সেই ভিডিয়োতে উসকো-খুসকো চুলে গায়ককে দেখে অনেকেই গুরুতর অসুস্থ ভেবেছিলেন।
যদিও গায়কের মেয়ে ধানসিঁড়ি পরবর্তীতে জানান, ‘বাবা সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন। আর এই সমস্যাটা অনেকদিনের। শীতে যা আরও বেড়ে যায়। টানা শোয়ের পর বাবার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তাই সেইদিনটা অনুষ্ঠান করেননি। এই তো বুধবারই আবার গিয়েছেন হলদিয়ায়, অনুষ্ঠান করেছেন।’
For all the latest entertainment News Click Here