‘আমি মাঝখানে বেশ চাপ অনুভব করেছি,’ কেন এমন বললেন ম্যাচের সেরা জোস বাটলার
রাজস্থান রয়্যালস ২০২২ আইপিএলের ফাইনালে উঠেছে, এই সাফল্যের কৃতিত্ব অনেকটাই রয়েছে জোস বাটলারের নামের পিছনে। মরশুমের চারটি সেঞ্চুরি করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে অপরাজিত সেঞ্চুরি করেছেন তিনি। এরফলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। বাটলার তার ইনিংস এবং দলের ফাইনালে যাওয়া নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন।
ম্যাচের সেরা হওয়ার পরে জোস বাটলার বলেন, ‘আমি খুব কম প্রত্যাশা নিয়ে এই মরশুমে খেলতে এসেছি কিন্তু আমার মধ্যে অনেক শক্তি ছিল। ফাইনালে পৌঁছানটা খুবই রোমাঞ্চকর। মরশুমটা আমার দুটি অর্ধে ভাগ করা ছিল। আসলে আমার কাছের লোকদের সাথে খুব সৎ কথোপকথন হত। আমি মাঝখানে চাপ অনুভব করছিলাম এবং আমি প্রায় এক সপ্তাহ আগে এটি সম্পর্কে কথা বলেছিলাম। এটা আমাকে সাহায্য করেছিল এবং আমি খোলা মন নিয়ে কলকাতায় গিয়েছিলাম।’
জোস বাটলার আরও বলেন, ‘কখনও কখনও এটি আমার জন্য কাজ করে না এবং এমন সময় আসে যখন আমি শট খেলে আউট হই। তবে এটি এমন কিছু যা বলে যে আপনি যত বেশি সময় উইকেটে থাকবেন তত বেশি সুযোগ পাবেন, নিজেকে খুঁজে বের করার উপায় পাবেন। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পেয়ে বেশ উত্তেজিত লাগছে। RR-এর জন্য শেন ওয়ার্ন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। আমরা তাকে খুব মিস করছি।’
এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে RCB মাত্র ১৫৭ রান করেছিল। জবাবে খেলতে নেমে রাজস্থান রয়্যালস তিন উইকেট হারিয়ে তা অর্জন করে। অপরাজিত সেঞ্চুরি করেন জোস বাটলার। চলতি মরশুমে ৮০০ রান করেছেন তিনি। এবার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালসের দল। আবার কি রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হবে নাকি বাজি জিতবে গুজরাট টাইটানস, সেটাই এখন দেখার, উত্তর পাওয়া যাবে ২৯ মে।
For all the latest Sports News Click Here