‘আমি মরে গেলে…’, লাগাতার ট্রোলিংয়ে জেরবার, বিস্ফোরক ‘অসুস্থ’ সুদীপা
বিতর্ক যেন ঘিরে ধরেছে সুদীপা চট্টোপাধ্যায়কে। ফুড ডেলিভারি বয়-দের নিয়ে বিতর্কিত মন্তব্য করে দিন কয়েক আগেই মহাফ্যাঁসাদে পড়েছিলেন ‘রান্নাঘরের রানি’। দুর্গাপুজো মিটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। শাড়ি-গয়নার ছবি পোস্ট করে তুমুল ট্রোলড হতে হয়েছে সঞ্চালিকাকে। আজকাল পান থেকে চুন খসলেই সুদীপার দিকে রে রে করে তেড়ে আসছেন নেটিজেনরা।
অসুস্থ শরীরে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই তাঁর দিকে ধেয়ে আসে কটূক্তি। শুধু সুদীপাই নয়, নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় অগ্নিদেবকেও। তাঁর বয়স নিয়ে কটাক্ষ করে অনেকে লেখেন- ‘বুড়ো’। কেউ আবার সুদীপার খাবারের ছবি দেখে লেখেন- ‘জীবনে এতটা বড়লোক হতে চাই যাতে মদের গ্লাসে ভাত খেতে পারি’। একজন নেটিজেন লিখেছেন- ‘বুড়ো বয়সে ভিমরতি।’
এই বিদ্রুপের জবাবে সুদীপা লেখেন-‘আপনি বুড়ো হবেন না? তখন কী আপনার অস্তিত্ব থাকবে না? সাইবার অপরাধ করেন, জানেন এর শাস্তি কী? আমরা বুড়ো-বুড়ি তো তাতে আপনার ঠাকুরদার কী?’ বিতর্কে জেরবার হয়ে একদিকে যেমন ক্ষুব্ধ তিনি, তেমনই আপেক্ষও রয়েছে ‘রান্নাঘরের রানি’র।
তাঁকে ট্রোল করতে সবাই দু-পা তুলে খাড়া, তাঁর বানান ভুল ধরতে ব্যস্ত। কিন্তু তাঁর অসুস্থতা নিয়ে কারুর মাথাব্যাথা নেই। তিনি লেখেন- ‘এত লোকে এত কিছু লিখলেন- কেউ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না, সুদীপা কি হয়েছে তোমার? আনওয়েল কেন? এর থেকে বোঝা গেলো- আমি মরে গেলেও,আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন। তাতে খুঁত ধরবেন। বানান ভুল ধরবেন। আমাকে দেখবেন না,তাই তো? কি নিষ্ঠুর!’
হামেশা ‘বড়লোকি চাল’ দেখাতে ব্যস্ত থাকেন সুদীপা। বারবার এমনটাই অভিযোগ তুলেছেন নেটিজেনরা। অভিযোগ করেন, সুদীপা সবসময় নিজের সোনার গয়না, দামি শাড়ি শো-অফ করতে ব্যস্ত থাকেন হামেশা। যদিও কেউ কেউ সুদীপার পাশে দাঁড়িয়েছেন, অনুরোধ জানিয়েছেন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে হস্তক্ষেপ না করতে।
For all the latest entertainment News Click Here