‘আমি ভাবার আগেই প্ল্যানিং হয়ে যায়!’ ক্যাটরিনার গুণগান ভিকির গলায়
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিটি। বক্স অফিসে মোটের উপর বেশ ভালোই সাড়া পাচ্ছে এই ছবি। এখানে প্রথমবারের জন্য ভিকি সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন। বহুদিন পর এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরলেন অভিনেতা। সেটারই প্রচার করতে ‘দ্য কপিল শর্মা শো’তে এসেছিলেন ভিকি এবং সারা। সেখানে এসেই অভিনেতা জানালেন তিনি নন, বরং তাঁর হোম মিনিস্ট্রি বাড়ির সমস্ত প্ল্যানিংয়ের দিকে নজর রাখেন। শুধু তাই নয়, ক্যাটরিনা নাকি একদম নিখুঁত ভাবে তাঁর জন্মদিনের সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেন বলেও জানান অভিনেতা।
‘দ্য কপিল শর্মা শো’তে আসা মানেই কপিলের প্রশ্নবাণে প্রকাশ্যে হাঁড়ির খবর ফাঁস হওয়া। এখানে ছবির প্রচার করতে এলেও কপিল ভিকিকে জিজ্ঞেস করেন বিয়ের পর জন্মদিন তাঁর কীভাবে কাটছে? কী কী করছেন? বিয়ের আগের জন্মদিনের তুলনায় এখন তফাৎ কী? উত্তরে অভিনেতা বলেন, ‘গত বছর বিয়ের পর আমার প্রথম জন্মদিন ছিল। বন্ধুদের সঙ্গেই সেবারের জন্মদিন কাটিয়েছিলাম। এখন আমার সেই বন্ধুদের গ্রুপে ক্যাটরিনাও যুক্ত হয়েছে।’ স্ত্রীর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আর আমাদের দুজনের মধ্যে ও ভালো প্ল্যানার। সব কিছু ওই প্ল্যান করে। আমার অত মাথা কাজ করে না। আমার ভাবার আগেই ওখানে প্ল্যানিং হয়ে যায়।’
শুধু তাই নয়, একই সঙ্গে ভিকি কৌশল বলেন ক্যাটরিনা নাকি ভীষণই খুঁতখুঁতে। কোনও ছবিতে যদি বিকিকে কোনও গানে নাচতে হয় তাহলে নাকি সেই নাচের রিহার্সাল ভিডিয়ো দেখেন ক্যাটরিনা। তাঁর ভুলও শুধরে দেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমি কোনও ছবিতে কোনও গানের শুটিং করলে ও আমার রিহার্সালের ভিডিয়ো দেখতে চায়। নিজে এত ভালো নাচে যে ওকে আমার ভিডিয়ো দেখাতে ভয় করে। আর করবে না কেন বলুন, আমার ভিডিয়োতে যে ও ৩৬,০০০ ভুল খুঁজে পায়!’
প্রসঙ্গত ভিকিকে শেষবার ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিতেই দেখা গিয়েছে। এটি ২ জুন মুক্তি পেয়েছে। ভিকি, সারা অভিনীত এই ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। রবিবার এই ছবি ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে। সুস্মিতা মুখোপাধ্যায়, নীরজ সুদ, রাকেশ বেদি প্রমুখকে এই ছবিতে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here