‘আমি বড়পর্দার নায়ক, ওটিটিতে আসার কোনও প্রশ্নই নেই’, জন্মদিনে সদর্পে ঘোষণা জনের!
শুক্রবার ১৭ ডিসেম্বর নিজের ৪৯তম জন্মদিনের কেক কাটবেন জন আব্রাহাম। অন্যের মন জুগিয়ে কোনওদিনই চলেননি জন। সাধারণত গুছিয়ে, মিষ্টি কথায় মিথ্যা উত্তরও দেন না। আর সেটাই তাঁর ইউএসপি। বরাবরই নিজে যা বিশ্বাস করেন সেটাই বলে এসেছেন ‘রকি হ্যান্ডসাম’। সম্প্রতি, হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারেও তার অন্যথা হল না। ‘সত্যমেব জয়তে’ ছবির নায়ককে প্রশ্ন করা হয়েছিল ঠিক কবে তাঁকেও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে? যেখানে ইতিমধ্যেই সলমন খান, অজয় দেবগণ, অভিষেক বচ্চন, সইফ আলি খান, অক্ষয় কুমারের মত বলিপাড়ার প্রথম সারির নায়কেরা ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন।
বিন্দুমাত্র সময় না নিয়ে জনের জবাব, ‘আমার দৃঢ় বিশ্বাস আমি বড়পর্দার নায়ক। সুতরাং স্রেফ বড়পর্দার মাধ্যমেই দর্শকদের সামনে হাজির হব! তাই এইমুহূর্তে কোনওভাবেই নিজেকে ওটিটি প্ল্যাটফর্মের পর্দায় কল্পনাও করতে পারছি না। মানে এই ভাবনাটাই এইমুহূর্তে আমার কাছে ভীষণ চাপের’। এখানেই না থেমে জন আরও বলেন, ‘আগামী ৩ বছর পর্যন্ত আমার যেসব ছবি তৈরির পরিকল্পনা রয়েছে তা সবই বড়পর্দার জন্য। তাই আগামী কয়েক বছর বড়পর্দা ছাড়া অন্য কিছু ভাবার আমার অবকাশ নেই। তবে কী জানেন তো, ঐ যে বলে না, কখনও কোনও ব্যাপারে পুরোপুরি না বলতে নেই। তাই, দেখা যাক ….’
পাশাপাশি তিনি জোর গলায় জানান যে বড়পর্দায় ছবি দেখার মজা ও অভিজ্ঞতার সঙ্গে অন্য কোনও কিছুই তুলনীয় নয়। উদাহরণস্বরূপ ‘সূর্যবংশী’ ছবির কথাই তুলে ধরলেন তিনি। বললেন, ‘কোনও ব্যক্তি প্রথম সিনেমা হলে গিয়ে সূর্যবংশী ছবিটি দেখুক এবং বাড়ি ফায়ার পরে নিজের ফোনে ওই ছবিটিই ফের আরও একবার দেখুক। মজাটা কোথায় বেশি সে নিজেই বুঝতে পারবে’। বক্তব্য শেষে তাঁর সংযোজন, ‘ওটিটি প্ল্যাটফর্মগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সব ছবি ওটিটির জন্য নয়’।
For all the latest entertainment News Click Here