আমি বাদে বাকি সকলের সবকিছু পরিকল্পনামাফিক হয়েছে, জিতে রসিকতা সঞ্জুর
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় দিয়ে এবারের মরশুম শুরু করে গতবারে রানার্স হওয়া রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেও ঠিক পরের ম্যাচেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে আটকে যায় রাজস্থান। কিন্তু গত ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ফের ঘুরে দাঁড়াল সঞ্জু স্যামসনের দল।
দিল্লির বিরুদ্ধে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেন রাজস্থানের দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে এগিয়ে যায় রাজস্থান। ওপেনিং জুটি ৯৮ রানের পার্টনারশিপ গড়েন। যশস্বী জয়সওয়াল ৩১ বলে ৬০ রান করেন ১১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। একই সঙ্গে জস বাটলারও ৫১ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। তাঁর ঝুলিতে রয়েছে ১১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি।
এই দুই ব্যাটার যেভাবে নিজেদের ইনিংস শুরু করেন, তাতে বিপক্ষ দলের ক্রিকেটাররা বেশ চাপে পড়ে যায়। বলা ভালো এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই ১৯৯ রান তোলে তারা। পাশাপাশি এই ম্য়াতে দুর্দান্ত বল করেন ট্রেন্ট বোল্ড। প্রথম ওভারেই পৃথ্বী শ এবং মণীশ পাণ্ডেকে তুলে নিয়ে বিপক্ষ দলকে বড় ঝটকা দেন। সহজেই এই ম্যাচ জিতে নেয় রাজস্থান। ম্যাচ জয়ের পর দলের পারফরম্য়ান্সে স্বাভাবিক ভাবেই খুশি রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রায় সবকিছুই পরিকল্পনা মাফিক হয়েছে। শুধু আমারটা বাদে।’ মুচকি হেসে সঞ্জু বলেন, ‘শুধু আমার রানটাই পরিকল্পনা মাফিক হয়নি। আমার রানটা পরিকল্পনার মধ্যে ছিল না। তবে যশস্বী এবং বাটলার খুব ভালো ইনিংস খেলেছে। তাই বড় রান করতে সুবিধা হয়েছে। খুব তাড়াতাড়ি ৪০-৫০ রান তুলে নিতে পেরেছে। জস নিজের কাজটা করে গিয়েছে।’
রাজস্থান অধিনায়ক আরও বলেন, ‘গত ম্যাচে আমরা এখানে খেলেছি। বল এতটাই ঘেমে যাচ্ছে যে সুমিং পুলের মতো ভিজে হয়ে যাচ্ছে। ফলে ফিল্ডিং করতে এবং বল ধরতে সমস্যা হচ্ছে। চাহাল এবং অশ্বিন ভাই জানে ভেজা বলে কিভাবে খেলতে হয়। ওরা সেই ভাবে খেলে গিয়েছে। আমার মনে হয়, সবসময় ব্যাটারের দিকে তাকিয়ে বল করে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে পারে। বিশেষ করে নতুন বলে বল করা স্পিনারদের জন্য খুব কঠিন কাজ। অ্যাশ ভাই নতুন বলে দু’টি গুরুত্বপূর্ণ ওভার বল করেছে। সত্যি কোনও তুলনা হয় না।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here