আমি নির্বাচক হলে নিজের জায়গায় শুভমন গিলকে আগে সুযোগ দিতাম- শিখর ধাওয়ান
ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান খারাপ ফর্মের কারণে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। তাঁকে শেষবার ভারতীয় দলে দেখা গিয়েছিল গত বছরের ডিসেম্বরে যখন ভারতীয় দল ২টি টেস্ট এবং ৩টি ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ সফরে গিয়েছিল। শিখর ধাওয়ান ওডিআই সিরিজের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সেই সিরিজে তাঁর পারফরম্যান্স খারাপ ছিল। তিনটি ম্যাচে মোট ১৮ রান করেছিলেন তিনি। যদিও শিখর ধাওয়ান বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো রান করেননি। তবে তিনি ৩১ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে নিজের ফর্ম ফিরে পেতে চাইবেন ধাওয়ান। আইপিএল-এ ভালো খেলে ভারতীয় দলে ফিরে আসতে চাইবেন তিনি।
তবে, শুভমন গিল এবং ইশান কিষাণের মতো তরুণ ব্যাটসম্যানদের সামনে, ধাওয়ানের পক্ষে ভারতীয় দলে জায়গা করে নেওয়াটা এখন কঠিন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এখন শিখর ধাওয়ান নিজেও বলেছেন যে, যে খেলোয়াড় দলের জন্য ভালো করছেন, তাঁকে সুযোগ দেওয়া উচিত। ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরই দলে সুযোগ দিতে হবে। শিখর ধাওয়ান সম্প্রতি একটি মিডিয়া চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে তিনি যদি নির্বাচক হতেন তবে তিনি তাঁর জায়গায় শুভমন গিলকেই বেছে নিতেন।
আরও পড়ুন… IPL 2023: প্রথম অনুশীলন ম্যাচ খেলতে ইডেনে KKR, নতুন জার্সিতে মাঠে নামলেন শার্দুল-রাসেলরা
শিখর ধাওয়ান বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে একটি দলকে নেতৃত্ব দেওয়া একটি বড় বিষয়। আমি ক্রিকেটে কোনও না কোনও পর্যায়ে তিন থেকে চারটি দলকে নেতৃত্ব দিয়েছি। যা একটি বড় বিষয়। প্রতিটি ক্রিকেটারের ক্যারিয়ারে এটি একটি স্বাভাবিক বিষয় এবং প্রতিটি খেলোয়াড়ই এমনটা করতে চায়। ক্যারিয়ারের সময়টা ভালো-মন্দ মিলিয়ে থাকে।’
শিখর ধাওয়ান আরও বলেন, ‘শুভমন গিল ভালো পারফরম্যান্স করছেন, তাই ওডিআইতে তাঁকে নির্বাচিত করা হয়েছে। আমি নিজে যদি নির্বাচক হতাম, তাহলে অবশ্যই শুভমন গিলকে আমার জায়গায় সুযোগ দিতাম। আমি শিখরের চেয়ে শুভমনকে বেছে নিতাম কারণ সে ভালো পারফর্ম করছে। সে খুব ভালো খেলছে।’
আরও পড়ুন… প্লেয়াররা চেষ্টা করে, ব্যর্থ হলে খুব বেশি সমালোচনা করবেন না- WPL দেখতে এসে নীরজের আর্জি
শিখর ধাওয়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে বাজে পারফরম্যান্স করা সূর্যকুমার যাদবের কথাও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে সূর্যকুমারের পারফরম্যান্স শুধুমাত্র এই সিরিজে খারাপ ছিল এবং শুধুমাত্র এই কারণে তাঁকে সমালোচনা করা উচিত নয়। শিখর ধাওয়ান বলেন, ‘এই সিরিজটি ছাড়া, সূর্য (সূর্যকুমার যাদব)ও খুব ভালো করেছে। যে কোনও পিচ হোক, ফাস্ট বোলিং বা স্পিনিং ট্র্যাক, কারও জন্যই খেলা সহজ নয়। খেলোয়াড়দের জন্য সুযোগ সবসময় বেঁচে থাকে, যাদু যে কোনও সময় ঘটতে পারে। এবং আমি আমার সেরাটা দেব।’ শিখর ধাওয়ানকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুযোগ পেলে তিনি তাঁর জন্য প্রস্তুত এবং কঠোর পরিশ্রম করছেন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here