‘আমি দুঃখিত নই’, সব সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিলেন নুসরত! ইনস্টায় দিলেন ভিডিও
নুসরত জাহানকে নিয়ে বিতর্কের কোনও শেষ নেই! তাঁর ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন, সবটাই থাকে স্ক্যানারের তলায়। আর তিল থেকে তাল হলেই চলে সমালোচনা। আপাতত স্বামী যশ দাশগুপ্তের সাথে কাশ্মীরে আছেন নুসরত। আর সেখানে যাওয়ার জন্যও কম কটাক্ষ হয়নি নুসরতকে ঘিরে। নিজের সোশ্যাল মিডিয়ায় এবার যেন সেসবেরই জবাব দিলেন নুসরত।
অভিনেত্রী-সাংসদ নিজের সোশ্যাল মিডিয়ায় ‘আই অ্যাম নট সরি…’ মোটিভেশনাল ভিডিও শেয়ার করেছেন। যেখানে সমাজের সেই সমস্ত মানুষের দিকে আঙুল তোলা হয়েছে, যাঁরা ভালোবাসা, হাতে হাত রাখা, কারও ওপর ভরসা করার মাহাত্ম্য ভুলতে বসেছেন। আর স্পষ্ট বোঝা যাচ্ছে, তাঁর আর যশের সম্পর্ক নিয়ে আঙুল তোলা মানুষগুলোকেই যেন জবাব দিয়েছেন।
বিতর্ক নিয়ে বরাবরই খুল্লামখুল্লা নুসরত। কখনও সংবাদমাধ্যমের সামনে নিজের সবটুকু উজার করে জবাব দেন। কখনও আবার তাঁকে নিয়ে চলতে থাকা সমালোচনা গায়েই মাখেন না! মাঝেমধ্যে নিজের সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে ট্রোলারদের পরোক্ষভাবে জবাব দেওয়ার সুযোগও ছাড়েন না! এবার তৃতীয় রাস্তাটাই বেছে নিতে দেখা গেল তাঁকে।
চলতি বছরের শুরু থেকেই লাগাতার খবরে নুসরত। মাতৃত্ব থেকে বিয়ে, একের পর এক নতুন খবর নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন সাংসদ। অগস্টে শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম দেন ছেলে ঈশানের। যার দু’ সপ্তাহের মধ্যেই ফেরেন কাজে। আপাতত সময় কাটাচ্ছেন যশের সাথে ভূস্বর্গে।
For all the latest entertainment News Click Here