‘আমি দিদির মতো ছোলা খেয়ে থাকি না’, রচনার বিউটি সিক্রেট ফাঁস করে দিল সুরভি!
গত কয়েক বছর ধরেই একটানা টিভির এক নম্বর রিয়েলিটি শো-র জায়গা ধরে রেখেছে ‘দিদি নম্বর ১’ রিয়েলিটি শো। সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও চর্চা কিছু কম নয়। ৫০-এ পা রাখতে চলেছেন অভিনেত্রী। তবে এখনও তাঁর টানটান রূপের রহস্য চোখ কপালে তোলে দর্শকদের। ছিপছিপে চেহারা দেখে দিদি নম্বর ১ খেলতে আসা দর্শকরাও প্রশ্ন তোলেন, কীভাবে নিজেকে ধরে রেখেছেন এখনও?
জি বাংলার সামাজিক মাধ্যমের পেজে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে দিদি নম্বর ১ খেলতে আসা সুরভি-কে ফোন করেছেন নবনীতা দত্ত নাম এক দর্শক। প্রশ্ন করছেন, ‘তোমাকে আমরা রোজ টিভিতে দেখি। আর তোমাকে দেখে আমার মনে রোজ একটা প্রশ্ন ঘোরে, কীভাবে নিজেকে ধরে রেখেছো বলতো এভাবে?’
প্রশ্ন শুনে, বেশ লজ্জাই পান সুরভি। যদিও বল ঠেলে দেন রচনা বন্দ্যোপাধ্য়ায়ের কোর্টে। বলে ওঠেন, ‘এই না। আমি কিন্তু দিদির মতো ছোলা খেয়ে থাকি না। আমি বরং সৌভাগ্যবতী। সব খেয়েও রোগা থাকতে পারি। মাঝে মাঝে শুধু গ্রিন টি খেয়ে নেই।’
১৯৭৪ সালের ২ অক্টোবর জন্ম রচনার। সেই হিসেবে বয়স এখন ৪৮। টানা এত বছরের কেরিয়ারে বেশিরভাগ দিনই তাঁকে আসতে হয় ক্যামেরার সামনে। অর্থাৎ করতে হয় চড়া মেকআপ। তাতেও কীভাবে এত ভালো ত্বক, এত ছিপছিপে চেহারা। তা নিয়ে কদিন আগে রচনাকে প্রশ্ন করেছিলেন অভিনেত্রী দর্শনা বণিকও। যাতে টিভির দিদির জবাব ছিল, ‘আমি স্পেশ্যাল কিছ্ছু করি না। সব খাই। সবাই যা করে তাই করি’। দর্শনা ফের প্রশ্ন করেন, ‘ঘুমনোর আগে বা বেরনোর আগে কিচ্ছু মাখো না?’ রচনা হাসতে হাসতে জবাব দেন, ‘আরে রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিম মাখি। আর দিনের বেলা বেরোলে সানস্ক্রিন মাখি। ব্যাস। আর কিছুই সেরকম না।’
প্রসঙ্গত, মা লিপা সান্যালের সঙ্গে দিদি নম্বর ১-এ খেলতে এসেছিলেন সুরভি। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালে। এর আগেরবার সুরভি দিদি নম্বর ১-এ এসেছিলেন হবু বর সুমন দে-র সঙ্গে। যদিও বর্তমানে সে সম্পর্ক আর নেই। যা নিয়ে অভিনেত্রী নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন ওকে ওর ফ্ল্যাটে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলি। আমি ভাবতে পারছি না ও আমাকে এভাবে ঠকাল। দিদি নম্বর ১-এ নিজেদের সম্পর্কের কথা, বিয়ের কথা সামনে এনেছিলাম সকলের। আমাদের মধ্যবিত্ত পরিবার। রাস্তাঘাটে মা-বাবাকে এখন কথা শুনতে হচ্ছে। ওটার জন্য বেশি খারাপ লাগছে।’
For all the latest entertainment News Click Here