আমি দলে যেই নামটা দেখতে চেয়েছিলাম- জানেন কার জন্য গলা ফাটালেন বীরেন্দ্র সেহওয়াগ?
২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হতাশাজনক পরাজয়ের পর, টিম ইন্ডিয়া এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজে অ্যাকশনে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। রোহিত শর্মা, কেএল রাহুল এবং বিরাট কোহলি সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। সেই কারণেই হার্দিক পান্ডিয়া ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে দলের নেতৃত্ব দেবেন। টপ অর্ডার তারকাদের জায়গায় শুভমন গিল, ইশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারকে এই ভূমিকায় নির্বাচিত করা হয়েছে এবং সূর্যকুমার যাদব স্কোয়াডে তার জায়গা ধরে রেখেছেন।
আরও পড়ুন… বাবর আজমের আউট হওয়ার পরে শাদাব খানের নামা উচিত ছিল- পাক অধিনায়কের ভুল ধরলেন মিসবা উল হক
যাইহোক, প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড থেকে একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। পৃথ্বী শ-কে দলে নির্বাচন না করা নিয়ে বীরু প্রশ্ন তুলেছেন। তরুণ মুম্বই ওপেনার গত কয়েক মাস ধরে তার রাজ্য দলের জন্য চিত্তাকর্ষক পারফরমেন্স করে চলেছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৫২-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। বীরেন্দ্র সেহওয়াগ বিশ্বাস করেন যে শ-কে ভারতীয় দলে ফেরত ডাকা দরকার। শেষবার তিনি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
আরও পড়ুন… রোহিত তো মাঠে লুকিয়ে থাকার মওকা খুঁজছিল, চাঁছাচোলা আক্রমণ ভারতীয় প্রাক্তনীর
পৃথ্বী শ-এর প্রসঙ্গে বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন, ‘একটি নাম যেটা আমি দেখতে চেয়েছিলাম সেটা হল পৃথ্বী শ। তিনি টি-টোয়েন্টি দল বা ওয়ানডে দলে নেই। তিনি দীর্ঘদিন ধরে টেস্টে নেই। আমি তাঁকে দলে আবার দেখতে চাই। তবে আমি আশাবাদী যে তিনি ২০২৩ বিশ্বকাপের জন্য দলে আছেন।’
পৃথ্বী শ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বীরেন্দ্র সেহওয়াগ আরও বলেন, ‘পৃথ্বী শ টপ অর্ডারে ১৫০স্ট্রাইক রেটে খেলেন, তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত। আপনি তাঁকে অন্তত একটি রিজার্ভ খেলোয়াড় হিসাবে নিতে পারতেন।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াড সম্পর্কে কথা বলার সময় সেহওয়াগ পৃথ্বী শ-এর পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার বীরুর কথাকে ভারতীয় দলের নির্বাচকরা কতটা পাত্তা দেন।
For all the latest Sports News Click Here