আমি তো জুনিয়র ক্রিকেটে ক্যাপ্টেন্সিই করিনি-নেতা হার্দিকের সাফল্যের নেপথ্যে নেহরা
প্লেয়ারদের জীবনে ভালো কোচের গুরুত্ব সবসময়ই অপরিসীম। সে রমাকান্ত আচরেকর হোন না স্যর আলেক্স, বিভিন্ন খেলাতেই কোচ বা ম্যানেজাররা প্লেয়ারদের অন্তর্নিহিত সুপ্ত প্রতিভাকে খুঁজে বার করে সেটাকে পৃথিবীর সামনে নিয়ে আসেন। তাঁর মধ্যে যে একজন অধিনায়কের সত্তা লুকিয়ে আছে, সেটা বোঝার জন্য গুজরাট টাইটান্সের কোচ আশিষ নেহরাকে কৃতিত্ব দিলেন হার্দিক পান্ডিয়া।
কফি উইথ করণ বিতর্কের পরে হার্দিক ছিলেন ভারতীয় দলের ব্যাড বয়। শৃঙ্খলাভঙ্গের জন্য দল থেকে বাদও পড়েন সাময়িক ভাবে। সেখান থেকে আইপিএলে সাফল্যের পর জাতীয় দলের দায়িত্বভার পান তিনি রোহিতের অনুপস্থিতিতে। অনেকের মতে, পাকাপাকি ভাবে টি২০ দলের দায়িত্ব পাওয়া এখন নেহাতই সময়ের অপেক্ষা। হার্দিক যদিও জানিয়েছেন যে তাঁর কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না ক্যাপ্টেন্সির। অনুর্ধ্ব ১৬-তে একবার বরোদাকে একটা ম্যাচ নেতৃত্ব দিলেও তাঁকে নিজের খেলার ওপর নজর দিতে বলে সবাই। সেই কারণে জুনিয়র ক্রিকেটে সেই সুযোগ আর পাননি হার্দিক। বাকিটা যাকে বলে ইতিহাস। আইপিএল সংসার একটি নতুন দল আসার পর প্রত্যাশিতভাবেই তাঁরা ঘরের ছেলেকে ক্যাপ্টেন করে। সঙ্গে যুক্ত করে দেয় ধীর, স্থির আশিষ নেহরাকে ফ্ল্যামবয়েন্ট হার্দিককে সামলানোর জন্য। কিন্তু সেটাই কাজের কাজ হয় বলে মানেন হার্দিক। তাঁর কথায়, আমাদের ব্যক্তিত্ব আলাদা কিন্তু ক্রিকেট নিয়ে ভাবনা একই খাতে বয়ে চলে। তাঁর জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছেন নেহরা বলে জানিয়েছেন স্পষ্টবাক হার্দিক। তাঁর অধিনায়কত্বের মধ্যে বিভিন্ন আঙ্গিক যুক্ত করেছেন দিল্লির প্রাক্তনী। তিনি যে অধিনায়ক হওয়ার যোগ্য, এই মনোবল যুগিয়েছেন নেহরা। হার্দিক মনে মনে জানতেন যে তিনি খেলাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করেন, এই কাজ তিনি পারবেন। সেই মনের সুপ্ত কথাকে দৃঢ় বিশ্বাসে বদলে দেওয়ার নেপথ্যে নেহরা।
গুজরাট টাইটান্সকে কিছুটা অনামী দল নিয়ে আইপিএল জেতানোর পর ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে ছটি জিতেছেন ক্যাপ্টেন হার্দিক। দুটি সিরিজই দল জিতেছে। তবে অধিকাংশ তরুণদের নিয়ে গঠিত দলের জেতার নেপথ্যে কী রসায়ন, সেটাও জানিয়েছেন হার্দিক। তাঁর মতে তরুণরা ভুল করবে সেটাই স্বাভাবিক। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া খুব প্রয়োজনীয়। আপনি কোনও কিছু ভুল করছেন, নিজের মনকে সেটা বোঝানো ও সেটা থেকে শিক্ষা নেওয়া ক্রিকেট জীবনে আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, কার্যত দার্শনিকের সুরে বলেন হার্দিক পান্ডিয়া। কফি উইথ করণের সেই উদ্দাম ছেলে আজ সত্যিই অনেক দূর
For all the latest Sports News Click Here