আমি তো আছি! প্রবল চাপের মুখেও চূড়ান্ত আত্মবিশ্বাসী হার্দিক, ভাইরাল ভিডিয়ো
প্রথম বলে আউট রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় বলে এক রান। তৃতীয় বল ডট। তার ফলে টেনশন ক্রমশ বাড়ছিল। ভারতের জেতা ম্যাচ পাকিস্তান বের করে নিয়ে যাবে না তো? সেই অবস্থায় হার্দিক পান্ডিয়া যেভাবে মাথা নাড়ছিলেন, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার এশিয়া কাপে শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল সাত রান। পাকিস্তানের হাতে কোনও বিকল্প না থাকায় শেষ ওভারে বাঁ-হাতি ফিঙ্গার স্পিনার মহম্মদ নওয়াজকে বল দেন বাবর আজম। প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে বোল্ড হয়ে যান রবীন্দ্র জাদেজা। ক্রিজে আসেন দীনেশ কার্তিক। দ্বিতীয় বলে এক রান নেন। তৃতীয় বলে লেগ সাইডে সরে গিয়ে জায়গা তৈরি করে ৩০ গজের বৃত্ত টপকানোর চেষ্টা করেন হার্দিক। পরিকল্পনা সঠিক থাকলেও বলটা সোজা একট্রা কভারের হাতে যায়। কোনও রান হয়নি।
আরও পড়ুন: India vs Pakistan: ICC-র নয়া নিয়মে কপাল পুড়ল পাকিস্তানের! শেষ ৩ ওভারে ‘গিফট’ পেল ভারত
সেই অবস্থায় তুমুল টেনশন শুরু হয়। গ্যালারিতে ফিসফাস শুরু হয়, তাহলে কি জেতা ম্যাচে হারতে হবে ভারতকে? যদিও মাঠে একেবারে ‘কুল’ ছিলেন হার্দিক। চতুর্থ বলের আগে কার্তিকের দিকে তাকিয়ে হার্দিক বিশেষ অঙ্গভঙ্গি করেন। চোখ-মুখ এবং মাথা নাড়িয়ে বুঝিয়ে দেন, ‘চাপ নিও না। আমি আছি।’ যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা বলছেন, এটাই তো আশ্বাসবাণী। এটাই তো আত্মবিশ্বাস।
সেই আশ্বাসবাণীর পরেই বিশাল ছক্কা মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন হার্দিক। অফস্টাম্পের বাইরে শর্ট লেংথে বল করেন নওয়াজ। মাথা স্থির রেখে ব্যাটের দুর্দান্ত সুইংয়ে লং অনের বাউন্ডারির উপর বল বাইরে ফেলেন হার্দিক। যিনি শেষপর্যন্ত ১৭ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও নির্বাচিত হন।
ফ্যান্টাস্টিক হার্দিক
১) হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ বোলিং: তিনটে দুর্ধর্ষ বাউন্সারে যে তিনটি উইকেট পান হার্দিক, তা পাকিস্তানকে পুরো ধসিয়ে দেয়। সেইসঙ্গে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেন হার্দিককে (পুরো ফিট হননি) নিয়ে রবি শাস্ত্রী আক্ষেপ প্রকাশ করেন, তা আবারও বুঝিয়ে দিলেন। হার্দিকের জন্যই ১২ ওভারে ৮৭ রানে দু’উইকেট থেকে ১৪.৩ ওভারে পাঁচ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯৭ রান। হার্দিক চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন।
আরও পড়ুন: Afghans celebrate India’s win: ছক্কা মারতেই হার্দিককে চুমু! পাকিস্তানের হারে তুমুল উচ্ছ্বাস আফগানদের: ভিডিয়ো
২) হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিং: প্রবল চাপের মুখে নেমে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতকে জেতালেন হার্দিক। বিশেষত শেষ ১১ বলে ২০ রান বাকি থাকা অবস্থায় ১৯ তম তিনটি চার মেরে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন। শেষ ওভারে রবীন্দ্র জাদেজা আউট হয়ে যাওয়ার পর যেভাবে ঠান্ডা মাথায় ভারতকে জেতালেন, তাতে এই ম্যাচ জয়ের সবথেকে কৃতিত্ব প্রাপ্য হার্দিকের।
For all the latest Sports News Click Here