আমি তোমাদের থেকে বেশি দূরে থাকব না, অবসর নিয়ে বিশেষ বার্তা লিখলেন ঝুলন গোস্বামী
ভারতের অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন। তিনি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রবিবার একটি বার্তার মাধ্যমে তিনি ভারত এবং বিশ্বের পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের খেলতে অনুপ্রাণিত করলেন। ঝুলন গোস্বামী ক্রিকেট কত সুন্দর খেলা সেটাই নিজের লেখার মাধ্যমে জানালেন। আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে সফল হলেন। ৩৯ বছরের ঝুলন গোস্বামী শনিবার নিজের স্বপ্নের ক্যারিয়ার শেষ করলেন। কারণ ভারতীয় মহিলা দল লর্ডসে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৬ রানে পরাজিত করে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ ক্লিন সুইপ করেছিল।
আরও পড়ুন… বড় খবরের সন্ধানে থাকা খবর পিপাসুদের মাহির উপহার, জনপ্রিয় বিস্কুটে 7 নম্বর MSD
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি বিদায়ী বার্তায় ঝুলন লিখেছেন, ‘একজন ক্রিকেটার হিসাবে,আমি সবসময়ই সৎ ছিলাম এবং আশা করি যে আমি ভারত এবং বিশ্বে মহিলাদের ক্রিকেটের বৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হয়েছি। আমি আশা করি আমি এই সুন্দর খেলাটি খেলতে পরবর্তী প্রজন্মের মহিলাদের অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছি।’
ঝুলন গোস্বামী আরও লিখেছেন,‘প্রতিটি যাত্রার মতোই আমার ২০ বছরেরও বেশি সময়ের ক্রিকেটিং যাত্রাও আজ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে শেষ হয়েছে।’ ঝুলন গোস্বামী ২০০২সালে তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন এবং মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের ক্যারিয়ার শেষ করেন। তিনি ১২টেস্টে ৪৪টিউইকেট,২০৪টিওয়ানডেতে ২৫৫টিউইকেট এবং ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৫৬টিউইকেট শিকার করেছেন।
আরও পড়ুন… ভারতের বিরুদ্ধেই পুকুর চুরি করতে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক! মানকাডিং বিতর্কের মধ্যেই ভাইরাল ভিডিয়ো
ঝুলন গোস্বামী নিজের বার্তায় লিখেছেন,‘এই যাত্রা আমার জন্য খুবই সন্তোষজনক ছিল। এটা খুব উত্তেজনাপূর্ণ এবং উত্তেজনা পূর্ণ হয়েছে। আমি দুই দশক ধরে ভারতীয় জার্সি পরার এবং আমার সাধ্যমত দেশকে সেবা করার সম্মান পেয়েছি। ম্যাচের আগে যখনই জাতীয় সঙ্গীত শুনেছি,প্রতিবারই গর্ববোধ করেছি।’ ঝুলন গোস্বামী আরও লিখেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমার জীবনের ২০ বছরে সতীর্থদের সঙ্গে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি সবসময় ক্রিকেটকে ভালোবাসি এবং এখন যেহেতু পেশাদার খেলোয়াড় হিসেবে অবসর নিচ্ছি,আমি তোমাদের (ক্রিকেট) থেকে বেশি দূরে থাকব না।’
For all the latest Sports News Click Here