‘আমি তোমাদেরই মতো’! কাশ্মীরে গিয়ে সাধারণের সঙ্গে মিশে গেলেন সইফ কন্যা সারা
হতে পারে তিনি নবাব কন্যা, তবে প্রায়শই কোনও না কোনও মন্দির দর্শনে যেতে দেখা যায় সারাকে। কখনও কেদারনাথ, কখনও আবার অমরনাথ, তীর্থযাত্রা করা সারা আলি খানের বড়ই পছন্দের। কয়েকদিন আগেই অমরনাথ যাত্রা শেষে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সইফ-অমৃতা কন্যা সারা, সেটাও আবার একাকী। কাশ্মীর বেড়ানোর নানান মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারা।
কাশ্মীরে গিয়ে থাকার জন্য বিলাসবহুল হোটেলে বাছলেও বেড়ানোর সময় সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েই ঘুরে বেড়িয়েছেন সারা। তাঁর পোস্টে হোটেলের পুলে স্নানের সময় একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় সারাকে। আবার কখনও কাশ্মীরের থাজিওয়াসে পাহাড়ি পথে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের তাবুকে গিয়েও সময় কাটাতে দেখা যায় সারাকে। সেখানকার এক শিশুকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় সারাকে। আবার কখনও সেখানকার এক মহিলা ছাগলের দুধ দুইয়ে সারার জন্য চা বানিয়ে দেন, সেই ভিডিয়োও পোস্ট করেছেন অভিনেত্রী। কখনও আবার সেই তাঁবুতে বসে তাঁদের রান্নাবান্না দেখেছেন সারা, আবার পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে শুয়েও পড়েছেন।
আরও পড়ুন-‘ওপেনহাইমার’এ যৌনদৃশ্যে নগ্নই ছিলেন ফ্লোরেন্স, শরীর ঢাকতে কালো কাপড় আসলে কম্পিউটারের কারিকুরি
আরও পড়ুন-ধর্ষণ ও মারধরের মামলা, সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন পরীমনি
কাশ্মীরের স্থানীয় মানুষ ও শিশুদের সঙ্গে সারার এই সহজ, সরলভাবে মিশে যাওয়া, তাঁর সরলজীবনবোধে মুগ্ধ নেটপাড়ার মানুষজন। সারার এই পোস্টের নিচে এক ব্যক্তি লিখেছেন, ‘বর্তমান প্রজন্মের আপনা দেখে অনেককিছু শেখা উচিত।’ কারোর কথায়, ‘তোমার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা রইল সারা।’ কারোর কথায়, ‘দেশের প্রকৃত প্রতিনিধি।’ কারোর মন্তব্য, ‘আপনি এত নম্র, ডাউন টু আর্থ, আপনার কাছে অনেক কিছু শেখার আছে।’
কিছুদিন আগে সারা তাঁর অমরনাথ যাত্রার ভিডিয়োও পোস্ট করেছিলেন। ক্যাপশানে লিখেছিলেন, ‘জয় বাবা বরফানি’। সারাকে সম্প্রতি দেখা গিয়েছে ভিকি কৌশলের বিপরীতে ‘জারা হটকে জারা বাঁচকে’ ছবিতে। যেটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। খুব শীঘ্রই অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’তেও দেখা যাবে সারাকে। এই ছবিতে সারা ছাড়াও দেখা যাবে আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, অনুপম খের, আলি ফজল এবং নীনা গুপ্তাকে।
For all the latest entertainment News Click Here