‘আমি তোকে আদর করতে চাই’: দিতিপ্রিয়ার কাছে মেসেজ, অভিনেত্রীর জবাবও চমকে দেবে
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীদের মাঝে মধ্যেই কটুক্তির মুখে পড়তে হয়। বিশেষ করে মহিলা শিল্পীদের ছবি বা পোস্টের নীচে অনেক সময়েই বন্যা বইতে থাকে কটুক্তির। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলির কোনও উত্তর তাঁরা দেন না। উপেক্ষা করা যান। কিন্তু তার মানে এই নয় যে, সেগুলি তাঁদের চোখে পড়েনি। তেমনই কিছু মন্তব্যের স্বীকার হয়েছেন দিতিপ্রিয়া রায়, সন্দীপ্তা সেন এবং চান্দ্রেয়ী ঘোষ।
আর পাঁচ জন সেলিব্রিটির মতোই তাঁদের পোস্টের নীচেও মন্তব্যের বন্যা বয়। তার মধ্যে কোনও কোনওটা শালীনতার সীমা অতিক্রম করে যায়। সে সব কথার মুখের মতো জবাব তাঁরা দিতে পারেন না। কিন্তু হালে এই সুযোগটিই তাঁরা পেলেন।
সম্প্রতি এক ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে তাঁদের একটি ছবি। সেই ‘বোধন’ ছবির মুক্তির উপলক্ষ্যেই ওটিটি মাধ্যমের তরফে আয়োজন করা হয়েছিল একটি প্রশ্নোত্তর পর্বের। সেখানেই হাজির ছিলেন তিন অভিনেত্রী। এমন বহু প্রশ্নের উত্তর দিলেন তাঁরা, যা প্রচলতি অর্থে ততটাও ‘শালীন’ নয়। কোন প্রশ্ন করা ‘ওকে’, কোন প্রশ্ন ‘ওকে নয়’ এবং কোন প্রশ্ন করা যেতেও পারে— তারই উত্তর দিলেন এই তিন জন।
এমনই প্রশ্নোত্তর পর্বে দিতিপ্রিয়া জানালেন, তাঁকে কেউ এখজন লিখে পাঠিয়েছেন, ‘আমি তোকে আদর করতে চাই’। যিনি পাঠিয়েছেন, তাঁর পরিচয় বা নাম কিছুই প্রকাশ করা হয়নি। কিন্তু প্রশ্নটি যে মোটেই শালীন নয়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
এমন ‘চাহিদা’ শুনে কী বলেছেন দিতিপ্রিয়া? তিনি বলেছেন, ‘জীবনে সব কিছু চাইলেই কি পাওয়া যায়। আমিও তো অনেক কিছুই চাই। পাচ্ছি কি?’ তাঁর জবাব শুনে মজা পেয়েছেন বাকি দুই অভিনেত্রীও। তাঁরাও দিতিপ্রিয়ার প্রশংসা করেছেন এই জবাব শুনে।
হালে এই ভিঢিয়টি খুবই জনপ্রিয় হয়েছে ওটিটি মাধ্যমটির দৌলতে। এটি পৌঁছে গিয়েছে তিন অভিনেত্রীর অনুরাগীদের কাছেও। তাঁরাও বলেছেন, যেভাবে ‘কু-মন্তব্য’ সামলেছেন এবং যোগ্য জবাব দিয়েছেন তিন অভিনেত্রী, তা প্রশংসনীয়। শুধু তাই নয়, শালীনতার মাপকাঠিটা ঠিক কেমন, কত দূর পর্যন্ত বলা যেতে পারে কোনও কথা, তাও খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এই তিন জনে।
For all the latest entertainment News Click Here