‘আমি তা একেবারেই মনে করি না,’ মুরলী কার্তিকের কথা শুনে ট্রোল করলেন শাস্ত্রী
বর্ডার-গাভসকার ট্রফির চতুর্থ এবং শেষ ম্যাচে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের তাড়াতাড়ি চার উইকেট পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিন। তাদের লড়াইয়ের দাপটে ৪৮০ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের শেষ ওভারে শুভমন গিল অজি স্পিনার নাথান লিয়নের বলে একটি ওভার বাউন্ডারি মারেন। সেই সময় ধারাভাষ্য করছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। গিলের ওভার বাউন্ডারির সঙ্গে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহওয়াগের প্রসঙ্গ তুলে আনেন মুরলী। তিনি বলে ওঠেন, ‘এইরকম পরিস্থিতিতে যদি সেহওয়াগ থাকত, তাহলে ব্যাপারটা কেমন হতো? দিন শেষ হওয়ার জন্য দুই তিন ওভার বাকি থাকলেও পিচে গিয়ে বোলারদের আক্রমণ করত।’ তাঁর কথা শুনে রবি শাস্ত্রী বলে ওঠেন, ‘সত্যি! আমার তা মনে হয় না। আর কল্পনা করার জন্য মনে হয় না কেউ কোনও দিন পুরস্কার পেয়েছে।’ আর এই বক্তব্যের বেশ হতবাক হন মুরলী কার্তিক।
ভারতীয় টপ-অর্ডার এখনও পর্যন্ত সিরিজে খুব বিশেষ কিছু প্রভাব বিস্তার করতে পারেনি। অধিনায়ক রোহিত ভারতীয় শিবির থেকে প্রথম টেস্টে শুধুমাত্র একটি সেঞ্চুরি করেন। অন্যদিকে বিরাট কোহলি কিছুটা তীব্রতা দেখিয়েছেন। তবে সেটাও বিশেষ কিছু নয়।
ফর্মে না থাকা কেএল রাহুলকে বসিয়ে দলে জায়গা করেছেন শুভমন গিল। কিন্তু তিনিও তৃতীয় ম্যাচে সেই ভাবে দাগ কাটতে পারেননি। তবে চতুর্থ ম্যাচে শতরান করেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবার শতরান করেছেন ক্যামেরন গ্রিন। ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড তৈরি করেছেন ওপেনার উসমান খোয়াজা। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভারতকে বেশ চাপের মুখে পড়তে হবে। তবে পাল্টা দিতে প্রস্তুতও ভারত।
ইতিমধ্যেই ইন্দোর টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে ফাইনালে জায়গা করে নিতে হলে আমদাবাদ ম্যাচ জিততেই হবে। সেই টার্গেট মাথায় নিয়ে এগোচ্ছে রোহিত শর্মার দল। তবে অজিরা যে চাপে ফেলে দিয়েছিল, গিলের শতরানের পর সেই পরিস্থিতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here