‘আমি তখনই বুঝেছিলাম..’ ছাত্রের বিয়ের পর করণ জানালেন সিড-কিয়ারার কোন অজানা কথা?
করণ জোহরের হাত ধরেই বলিউডে একসঙ্গে ডেবিউ হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা, এবং আলিয়া ভাটের। তাঁদের সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ানও। ২০১২ সালে তাঁদের প্রথমবার একসঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে দেখা যায়। করণ জোহর জানালেন তিনি এখন ভীষণই গর্বিত কারণ তাঁর এই তিন ছাত্রই বিবাহিত। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। সেখানে উপস্থিত ছিলেন তাঁদের লাভ গুরু করণ জোহরও। এই বিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি খুব সুন্দর পোস্ট করেন।
গতকাল রাতেই সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনেই তাঁদের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ কিয়ারার গালে চুমু খাচ্ছেন। সেই ছবি শেয়ার করে করণ সেই সময়টার কথা মনে করেন যখন তিনি সিদ্ধার্থ এবং কিয়ারাকে প্রথমবার দেখেছিলেন, তাঁদের মধ্যে তিনি এক অদ্ভুত মিল পেয়েছিলেন। পরিচালক জানান তিনি তাঁদের দুজনের মধ্যে একটা অদ্ভুত স্পার্ক, একটা দারুণ ম্যাজিক দেখতে পেয়েছিলেন। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘আমি ওকে প্রথমবার প্রায় পনের বছর আগে দেখেছিলাম। শান্ত, কঠিন, এবং ভীষণ সেনসিটিভ মানুষ ও। তার বহু বছর পর আমার কিয়ারার সঙ্গে আলাপ হয়। সেই একই রকমের শান্ত অথচ কঠিন ভাব। সঙ্গে প্রচণ্ড সেনসিটিভ। এরপর যখন ওদের আলাপ হল আমি জানতাম ওদের এই জুটি দারুণ হবে। আর সব থেকে সুন্দর একটি প্রেমের গল্প তৈরি করবে। ওদের একসঙ্গে দেখা মানে একটি রূপকথাকে চাক্ষুষ করা যাঁদের শিকড় ঐতিহ্য এবং পরিবারের সঙ্গে জুড়ে আছে।
তিনি আরও লেখেন এই পোস্টে। করণের কথায়, ‘ওরা যখন বিয়ের মণ্ডপে সাত পাকে বাঁধা পড়ে শপথ নিচ্ছিল ওখানে উপস্থিত সকলেই সেই এনার্জি ফিল করতে পারছিল। আমি গর্বিত বোধ করছিলাম। ওদের জন্য ভালোবাসায় মন ভরে উঠছিল। অনেক ভালোবাসা সিড। তোমাকেও ভীষণ ভালোবাসি কি। তোমরা এভাবেই একসঙ্গে থেকো।’
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে যে ব্যান্ড পার্টি ছিল তাঁদের এক সদস্য জানান করণ নাকি খুব নেচেছেন সিদ্ধার্থের ‘বারাতে’। অবশ্য এ কথা করণ আগেই জানিয়েছিলেন যে তিনি সিদ্ধার্থের বিয়েতে শাহিদ কাপুরের সঙ্গে দোলা রে দোলা রে গানটায় নাচবেন।
অনেকেই পরিচালকের এই পোস্টে মতামত জানিয়েছেন এক ব্যক্তি লেখেন, ‘তাহলে আপনার সব ছাত্রই এখন গ্র্যাজুয়েট।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আপনার আর শাহিদ কাপুরের দোলা রে গানে নাচার ভিডিয়ো কখন পোস্ট করবেন?’ আরেক ব্যক্তি লেখেন, ‘আপনি যেভাবে আপনার ছাত্রদের, বরুণ, আলিয়া, সিডকে ভালোবাসেন সেটা অনবদ্য। এটা ঠিকই ঠিক সময় ঠিক মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়।’
For all the latest entertainment News Click Here