‘আমি ডাক্তার হতে চেয়েছিলাম’, লাফটারসেন হওয়ার গল্প শোনালেন নিরঞ্জন
সোশ্যাল মিডিয়া এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। না কেবল এখানে বন্ধুদের সঙ্গে হাই, হ্যালো করা হয় না। বিশেষ মুহূর্ত, বেড়াতে যাওয়ার ছবি ভাগ করা হয় না। একই সঙ্গে পাওয়া যায় ভরপুর বিনোদন। সে আপনি মিম বলুন কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের পোস্ট করা নানা ধরনের ভিডিয়ো। এর মধ্যে মজা থেকে শুরু করে রান্না, বিদেশের দিনযাপন থেকে কত কীই না থাকে। বাদ যায় না রিলসও। তবে সবাই যে দারুণ জনপ্রিয় হন এই মাধ্যমে এমনটা কিন্তু মোটেই না। তবে যাঁরা বাংলার মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তাঁদের অন্যতম হলেন বাবেশ ওরফে মিষ্টি বাপি থুড়ি লাফটারসেন। যদিও তাঁর প্রকৃত নাম নিরঞ্জন মণ্ডল।
দিদি নম্বর ১ -এর মঞ্চে জনপ্রিয় ইউটিউবাররা এসেছিলেন তাঁদের গল্প শোনাতে। সেখানেই এসেছিলেন বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিং বাবেশ ওরফে নিরঞ্জন। তিনি দিদির মঞ্চে এসে শোনালেন তাঁর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার গল্প।
নিরঞ্জন জানান, ‘আমার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। মা বলল সায়েন্স নিস না বাবু কেটে যাবে। তখন কমার্স নিলাম। সিএ প্রিপারেশন শুরু করলাম। এরপর যখন কোভিড এল, তখন লকডাউন ওঠার আগে আগেই একটি ভিডিয়ো বানাই তখন যা যা মেনে চলতে বলা হতো সেগুলো নিয়ে। সেই ভিডিয়ো ভাইরাল হয়। এরপরই শুরু।’
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়ো প্রসঙ্গে লাফটারসেন তথা নিরঞ্জন বলেন, ‘আমাদের মায়েরা তো এত এই বেবস, ডুড এসব অভ্যস্থ নন। তাই তাঁরা যদি Babes শব্দটা বাংলায় উচ্চারণ করে পড়েন তাহলে কী পড়বেন সেটা ভেবে এই বাবেশ বানালাম।’
এই বিষয়ে বলে রাখি লাফটারসেনের মিষ্টি বাপি ওরফে সুগার ড্যাডি নিয়ে ভিডিয়ো, প্রেমিক প্রেমিকাদের নানা খুনসুটির ভিডিয়ো দারুণ সাড়া পায় ফেসবুকে। বহু ফলোয়ার তাঁর।
তবে এদিন দিদির মঞ্চে একটি আক্ষেপ অবশ্য প্রকাশ করেন তিনি। বলেন, ‘আমায় অনেকেই চিনতে পারেন না। আমি তো অন্য মেকআপ চুলে থাকি, তাই অনেকেই বুঝতে পারেন না।’
For all the latest entertainment News Click Here