আমি জানতাম শেফালি আধিনায়ক হবে, মন্তব্য বাবা সঞ্জীবের
নতুন বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে অনূর্ধ্ব -১৯ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে ফেলেছে বিসিসিআই। শেফালির নেতৃত্বে খেলতে যাবে ভারত। শেফালির সাফল্যে খুশি বাবা সঞ্জীব বর্মা। তিনি বলেছেন, “আমি আনন্দিত। গত বছর যখন বিশ্বকাপ ঘোষণা হয়েছিল তখন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। শেফালি খেলবে কিনা নিশ্চিত ছিল না। তখন আমি বলেছিলাম তুমি খেলবে এবং অধিনায়কও হবে। এখন আমার সত্যি খুব ভালো লাগছে।”
এই বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। সেই দলেও অধিনায়ক শেফালি। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই এই সিরিজ খেলবে ভারত। আপাতত তাতেই পাখির চোখ শেফালির। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে শেফালি বাবাকে বলেছেন, “আমি শেফালিকে বলেছিলাম যে, গুরুত্বপূর্ণ বিষয় হল মহিলারা বিশ্বকাপ জিততে চায়। আমি তোমার দিকে তাকিয়ে আছি। অধিনায়কত্ব এবং বিশ্বকাপ ঘরে তোলার উচ্চ সম্ভাবনা রয়েছে। জিতলে তা চিরদিন সবার মনে থাকবে। আজ, আমি তাকে একই কথা বললাম। এখন, তার মনেও আছে। যা ঘটছে তাতে আমিও খুশি।”
সঞ্জীব বর্মা আরও বলেন, “একজন ক্রিকেটার যখন অনেক ম্যাচ খেলে এবং অন্যদের দেখে, তখন সে শেখে। খেলোয়াড়রা শেখে দলের জন্য। তাদের কী করতে হবে। তখন সে একটি শিশু ছিল। কিন্তু এখন সে অনেক বেশি অভিজ্ঞ এবং জানে তার কী করা দরকার।”
তিনি আরও বলেন, “আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হল এটা ভারতীয় দল। সিনিয়র বা U-19 যাই হোক না কেন, আমরা আশা করি প্রথম U-19 বিশ্বকাপ ভারত জিতেছে। তবে ভারতীয় মহিলারা কখনও বিশ্বকাপজেতেনি। তাই, আমি চাই, আমরা পরের মাসে সিনিয়র টুর্নামেন্টও জিততে পারি। আমরা যদি দুই মাসে দুটি বিশ্বকাপ জিততে পারি তা হবে দেশের জন্য দুর্দান্ত। আমরা সেই দিনটার অপেক্ষায় আছি। মেয়েদের ক্রিকেট অনেক উন্নতি করেছে। আরও উন্নতি করতে হবে।”
For all the latest Sports News Click Here