আমি চাই, কোহলি সেঞ্চুরি করুক- ভারত-পাক মহারণের আগেই বড় দাবি পাক অলরাউন্ডারের
রবিবার ভারতের বিরুদ্ধে ব্লকবাস্টার ম্যাচ। তার ঠিক আগেই পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। তাঁকে কিংবদন্তি বলে উল্লেখ করে শাদাব জানিয়েছেন, তিনি চান কোহলি যেন এশিয়া কাপেই সেঞ্চুরি পান। তবে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ভাবেই নয়।
কোহলি অনেক দিন ধরেই ফর্মের বাইরে রয়েছেন। ২০১৯ সালে শেষ বার সেঞ্চুরি করেছিলেন তিনি। যত দিন গিয়েছে, ততই তাঁর ব্যাটে রানের খরা দেখা গিয়েছে। ইংল্যান্ড সফরের পর দীর্ঘ বিরতিতে ছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরের দলেও তাঁকে রাখা হয়নি। দীর্ঘ বিরতির পর ফের এশিয়া কাপের দলে ফিরেছেন কিং কোহলি। এবং সকলেই আশাবাদী, এই টুর্নামেন্টেই ফর্মে ফিরবেন বিরাট।
আরও পড়ুন: পাকিস্তানী সমর্থক হাগ করতে চাইলে, কী কাণ্ডই না করলেন রোহিত-ভিডিয়ো
শাদাব খান বর্তমান পাকিস্তান দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে পাকিস্তানের সেরা অলরাউন্ডারদের একজন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক সম্পর্কে কথা বলতে গিয়ে শাদাব সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘বিরাট কোহলি একজন কিংবদন্তি। ওঁর পারফরম্যান্স এখনও ভাল। কিন্তু তিনি এমন উচ্চ মান স্থাপন করেছেন যে লোকেরা মনে করেন, তিনি পারফরম্যান্স করতে পারছেন না। আমি আশা করি, তিনি ফর্মে ফিরে আসবে এবং সেঞ্চুরিও করবে। তবে আমাদের বিপক্ষে নয়।’
বুধবার অনুশীলনের সময় সাইড স্ট্রেনের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ ওয়াসিম। ওয়াসিমের চোট পাকিস্তানের পেস আক্রমণকে আরও ক্ষতবিক্ষত করেছে। এর আগে শাহিন আফ্রিদি ছিটকে গিয়েছিলেন। তাঁর হাঁটুর চোট রয়েছে।
এশিয়া কাপের আগে পাকিস্তান দলের চোট সমস্যা নিয়ে শাদাব খান আবার বলেছেন, ‘আমরা শাহিন এবং মহম্মদ ওয়াসিমকে মিস করব। ওরা দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য হল, এটা দলগত খেলা, ব্যক্তিগত খেলা নয়। আমরা নতুন করে লড়াই শুরু করব। কারণ এটি একটি নতুন ম্যাচ। যা হয়েছে তা এখন ইতিহাস। আমরা যে ভাবে খেলছি, সে ভাবেই পারফর্ম করতে চাই। অবশ্যই, আমাদের একটি ভালো দল আছে। আমরা খেলায় মনোনিবেশ করি, ফলাফল নিয়ে চিন্তা করি না।’
আরও পড়ুন: কোহলিদের ধ্বংস করে দিতে পারে পাক বোলাররা- ভারতকে হুমকি বাবরদের কোচের
এ দিকে ভারত-পাক মহারণের আগে একটা যন্ত্রণাই বারবার খোঁচা দিচ্ছে টিম ইন্ডিয়াকে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ভেন্যুতে ভারতকে ১০ উইকেটে গুড়িয়ে দিয়েছিল পাকিস্তান, যে মাঠে ফের এশিয়া কাপেও মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ভারতের কাছে এ বার তাই বদলার ম্যাচ। এ দিকে পুরনো ফল নিঃসন্দেহে পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়াবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম বার ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে।
শুধু পাকিস্তানকে হারিয়ে মনের জ্বালা মেটানো নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের লক্ষ্য থাকবে শিরোপা জয়ের হ্যাটট্রিকের দিকে। ভারত ২০১৬ এবং ২০১৮ সালে এশিয়ান কিং হয়েছে। তাই টানা তৃতীয় বার দলকে চ্যাম্পিয়ন করার কঠিন চ্যালেঞ্জ রোহিত শর্মার সামনে। তবে আপাতত রবিবার পাকিস্তান বধ করেই এশিয়া কাপে যাত্রা শুরু করতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here