‘আমি ঘরে ঢুকে মেরেছিলাম’, কফি উইথ করণের নতুন সিজন আসার আগেই বিস্ফোরক কঙ্গনা
আজ বিকেল ৭টায় ডিজনি+হটস্টারে আসছে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রথম এপিসোড। তার আগে পুরনো এপিসোডের ভাইরাল হওয়া কিছু ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন করণ। তবে তাতে দেখা মেলেনি কঙ্গনা রানাওয়াতের বলা ‘নেপোটিজম’ কমেন্টখানা। ‘কেন’ প্রশ্ন যেমন তুলেছেন বলিউফডের কুইন, তেমন জবাবও দিয়ে দিয়েছেন নিজে থেকেই।
করণের সেই ভাইরাল এপিসোড থেকে স্ক্রিনশট শেয়ার করেছেন কঙ্গনা নিজের ইনস্টাগ্রামে বৃহস্পতিবার দুপুরে। তাতে লিখেছেন, ‘পাপা জো তাঁর সব বিখ্যাত কফি এপিসোডের ঝলক শেয়ার করেছেন, যেহেতু তা আজ থেকে ফিরছে ওটিটি-তে। গুড লাক পাপা জো। কিন্তু এই এপিসোডটার কী হবে? ওহ সরি… সার্জিক্যাল স্ট্রাইক, ঘরে ঢুকে মেরেছিলাম না! আমার এপিসোড কফি উইথ করণের সবচেয়ে বিখ্যাত এপিসোড, টিভি থেকে ব্যান হওয়ার আগে, ঠিক ওদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো।’
এর পাশাপাশি কঙ্গনা একটি নিউজের হেডলাইনও শেয়ার করেন যেখানে লেখা আছে করণের বলছেন, তিনি অভিশপ্ত আর নেপোটিজম নিয়ে সবাই ট্রোল করে তাঁকে। এটা শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ও সারাজীবন কাজ করে যে জনপ্রিয়তা পেয়েছিল, আমার বলা কথাগুলো ওকে তার থেকেও বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে।’
২০১৭ সালের ‘কফি উইথ করণ’-এর পাঁচ নম্বর সিজনে এসেছিলেন কঙ্গনা রানাওয়াত। সঙ্গে ছিলেন সইফ আলি খান আর শাহিদ কাপুর। সেখানে করণ জোহরকে ‘নেপোটিজমের ধারক’ বলেন কঙ্গনা। ‘রঙ্গুন’-এর প্রচারে এসেছিলেন তাঁরা।
শো-তে করণ প্রশ্ন করেছিলেন কঙ্গনাকে এমন একজনের নাম বলতে যে তাঁকে অপ্রয়োজনীয় মেজাজ দেখিয়ে থাকে। নায়িকা জবাব দেন, ‘তুমি করণ। কোনওদিনও যদি আমার বায়োপিক বানাই তাহলে তুমি বলিউডের ওই নাক উঁচু লোকগুলোর ভূমিকায় অভিনয় করবে। যে খুব অহঙ্কারি, বলিউডে বাইরে থেকে আসা কাউকে সহ্য করতে পারে না। নেপোটিজমের ধারক-বাহক, মুভি মাফিয়া।’
For all the latest entertainment News Click Here