‘আমি খুব খুশি হয়েছি, ভাগ্যিস রাহুলকে নেওয়া হয়নি’, হঠাৎ কেন এমন বললেন শ্রীকান্ত?
বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় ম্যাচে জয়ের রাস্তায় ফেরে অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। তার মধ্যে ২টি ম্যাচে জিতেছে ভারত এবং ১টি ম্যাচ জিতেছে অজিরা। ইন্দোরে কামব্যাক করলেও সিরিজে পিছিয়ে রয়েছেন স্টিভ স্মিথরা।
এই ইন্দোর ম্যাচকে ঘিরে বিতর্ক কম হয়নি। মাত্র আড়াই দিনে খেলা শেষ হয়ে যায়। শুধু তাই নয়, পিচের চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে। প্রাক্তন ক্রিকেটার হেডেন, মাইকেল ক্লার্ক থেকে শুরু করে দিলীপ বেঙ্গসরকার প্রত্যেকেই পিচের সমালোচনা করেছেন। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ইন্দোরের পিচকে আইসিসি যে খারাপ রেটিং দিয়েছে তার বিরুদ্ধে মুখ খুলেছেন।
অন্যদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত পিচের সমালোচনা তো করেছেনই সেই সঙ্গে মনে করেন লোকেশ রাহুল এই ম্যাচে খেলেননি তা তাঁর জন্য ভালো হয়েছে।
নিজের খারাপ ফর্মের জন্য তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েন রাহুল। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার শুভমন গিলকে। যদিও রাহুলের জায়গায় সুযোগ পেয়ে দাগ কাটতে ব্যর্থ গিল। দুটি ইনিংসে বড় রান পাননি তিনি।
প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে মত প্রকাশ করে জানান, কেএল রাহুল খেলেনি তা ভালোই হয়েছে। বিরাট কোহলিকে এই পিচে রান করতে বেগ পেতে হয়েছে। রাহুল এই ম্যাচ খেললে তাঁর ক্রিকেট কেরিয়ার শেষের মুখে চলে আসত।
শ্রীকান্ত বলেন, ‘প্রথমেই বলতে চাই, আমি কেএল রাহুলের জন্য খুশি। সৌভাগ্যবশত সে এই ম্যাচ খেলেনি। যদি এই উইকেটে খেলত পরের টেস্টে দলের অংশ হতে পারত না। তাঁর কেরিয়ার শেষ হয়ে যেত। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘এই পিচে ব্যাটিং করা খুব কঠিন। সে যেই হোক না কেন। বিরাট কোহলিকে রান করার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। অজি স্পিনাররা প্রথম ইনিংসে বল করে উইকেট পেয়েছে। এই পিচে উইকেট পাওয়াটা বিশেষ কোনও ব্যাপার নয়। আমি বল করলে আমিও পেতাম। কথাগুলো শুনতে খারাপ হলেও এটাই বাস্তব।’
শ্রীকান্ত ভারতের তৈরি করা এমন পিচের জন্য সমালোচনা করেছেন। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে সিরিজ ভারত জেতে, সেখানে এইরকম স্পিনিং উইকেট ছিল না। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয়। তারা ভুল করছে। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৮ সালের সিরিজের দিকে ফিরে তাকানো যায় তাহলে দেখা যাবে পিচগুলি টার্নিং ছিল না। ভারত ২-০ ব্যবধানে সিরিজ জেতে। কিন্তু এখানে বল প্রথম দিন থেকেই ঘুরেছে। এই পিচে ব্যাটিং করা কঠিন।’
For all the latest Sports News Click Here