‘আমি ওকে পরিশ্রম করতে দেখেছি’, অরিজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন ললিত
সদ্যই জন্মদিন গেল অরিজিৎ সিংয়ের। গায়ক নিজে বাড়িতে পরিবারের সঙ্গে বিশেষ দিন অনাড়ম্বরে কাটালেও তাঁর ভক্তরা কিন্তু তাঁদের মতো করে পছন্দের গায়কের জন্মদিনে ভেসে গিয়েছিল। এদিন বাদ যান না ললিত পণ্ডিত। তিনি অরিজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন। বলেন বর্তমান সময় যদি কেউ প্রকৃত ট্যালেন্টেড পুরুষ গায়ক হিসেবে উঠে এসেছেন, নিজের জায়গা বানিয়েছেন তাহলে সেটা হলেন একমাত্র অরিজিৎ সিং।
ললিত অরিজিতের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এই ইন্ডাস্ট্রির একটা নতুন গলার ভীষণ প্রয়োজন ছিল ১৯৯০ -এর শিল্পীদের ব্যাচের পর। একটা সময় মনে হয়েছিল সেটা হয়তো আর পাওয়া যাবে না। কিন্তু তারপর ধীরে ধীরে এই ছেলেটা নিজের গুণ দেখিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিল।’
তিনি অরিজিতের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার দিনটির কথা মনে করেন। বলেন, ‘আমি মিস্টার রমেশ তরুণীর মাধ্যমে প্রথমবার অরিজিতকে দেখেছিলাম। ওঁর মাধ্যমেই আলাপ হয় আমাদের। তখন সদ্যই তিনজন নতুন ছেলে মেয়ে একটা রিয়েলিটি শো ফেম গুরুকুল শেষ করেছিল। অরিজিতের সঙ্গে সমিত ত্যাগী এবং মোনা ভাট ছিল। এই তিনজনের সঙ্গে টিপস সই করেছিল এবং একটি অ্যালবাম বের করার কথা ছিল। রমেশ জি আমায় বলেছিলেন আমি ওদের শেখাতে পারব কিনা বা ওদের সঙ্গে এই অ্যালবামের ৬টা গানে কাজ করতে পারব কিনা। আমি রাজি হই এবং ওদের তিনজনের সঙ্গে আমার দেখা হয়। ওরা ভীষণ উচ্ছ্বসিত ছিল কাজ করার জন্য। কী করে গান তৈরি হয়, রেকর্ড হয় এসব জানার জন্য ওরা অধীর হয়ে উঠেছিল।’
এরপর টানা ছয় মাস ধরে এই অ্যালবামের জন্য ললিত অরিজিতের সঙ্গে কাজ করেন। সেই কথা মনে করে তিনি বলেন, ‘দারুণ মজা হয়েছিল কাজ করতে গিয়ে। আমার সহকারীরা এবং আমি বেশ বুঝেছিলাম বাকি দুজনের থেকে অরিজিৎ অনেক ভালো গায়। ওর সম্ভাবনা আছে। ও ভীষণ ভালো গায়।’
ললিত অরিজিতের বিষয়ে আরও বলেন, ‘এই অ্যালবামের কাজ শেষ হওয়ার পরেও ও আসত আমার কাছে। আমরা একসঙ্গে একাধিক গানের খসরা বানাতাম, ডাব করতাম। আমার সঙ্গে কিছুদিন কাজ করার পর ও প্রীতমের সঙ্গে কাজ শুরু করে, আরও শেখে ওর থেকে। ও বিভিন্ন ধরনের গান গাইতে পারে। আর নিজের ছাপ ইতিমধ্যেই এই ইন্ডাস্ট্রিতে ও তৈরি করে নিয়েছে।’
কিন্তু অরিজিৎ বাকি সবার থেকে কোথায় আলাদা? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার থেকে অরিজিতকে যে জিনিসটা আলাদা করে সেটা হল ওর এক্সপ্রেসিভ ভয়েস, গান গাওয়ার ধরন, ও অনুশীলন। ভীষণ কষ্ট করে ছেলেটা। তোমার কাছে ঈশ্বর প্রদত্ত গুণ থাকতে পারে, কিন্তু তুমি যদি রেওয়াজ না করো তাহলে কিছুই হবে না। ও প্রচণ্ড খেটেছে। আমি দেখেছি ওকে স্ট্রাগল করতে।’
ললিত পণ্ডিত জানান অরিজিতের এক সাফল্যে তিনি খুশি। গায়ক তাঁর প্রচেষ্টায় এই জায়গা এসেছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন অরিজিৎ যে কেবল ভালো গায়ক সেটা নয়। তিনি ভালো টেকনিশিয়ান এবং প্রোগ্রামারও বটে। তিনি জানেন কী করে লাইভ শো নামাতে হয়।
For all the latest entertainment News Click Here