আমি এবং কেভ একে অপরকে ঘৃণা করতাম- পিটারসেনকে নিয়ে মনের জ্বালা উগরালেন সোয়ান
প্রাক্তন ইংল্যান্ড স্পিনার গ্রেম সোয়ান তাঁর প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, তাঁরা কখনও-ই একে অপরকে পছন্দ করতেন না।
২০১২ সালে কেভিন পিটারসেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন বিরোধী দলের খেলোয়াড়দের কাছে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস এবং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার সম্পর্কে অপমানজনক টেক্সট পাঠাতে গিয়ে ধরা পড়েন।
সোয়ান এই ঘটনাটিকে যাত্রাপালা বলে বর্ণনা করেছেন। দ্য রিগ বিজ পডকাস্টে সোয়ান বলেছেন, ‘আমরা দুই বা তিন দিন আগে জানতে পেরেছিলাম, কারণ আমরা সবাই টেক্সটগুলো দেখেছিলাম।’ তিনি যোগ করেছেন, ‘সবচেয়ে খারাপ ঘটনা ছিল। মনে হচ্ছিল, যাত্রাপালার মধ্যে রয়েছি। আমি বলতে চাইছি, কেভ একেবারে আলাদা মানসিকতার। সেই খারাপ সময়টা ফেস করতে রাজি ছিল। কিন্তু এর জন্য ওর কোনও অনুশোচনা ছিল না। আমরা সবাই জানতাম, ও আলাদা। ও নিজেও সেই কথা বলেছিল।’
আরও পড়ুন: সিরাজ ক্ষমা চাইলেন অভব্যতার জন্য, লোমরোর মুখে শাহরুখের বুলি!
সোয়ান বলেছিলেন যে, কেউ বার্তাগুলির ছবি তুলতে পারেনি। সেই টেকনিকই তখন ছিল না। যে কারণে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড তাঁকে বরখাস্ত করতে পারেনি। তাঁর দাবি, ‘এটি (সোনি) এরিকসন ৩৫০ ফ্লিপের প্রথম দিকের মডেল ছিল। তাই কেউ জানত না যে, কী ভাবে ছবি তোলা যায়। সুতরাং আইনগত ভাবে ইংল্যান্ডের কাছে ওকে বরখাস্ত করার কোনও ভিত্তি ছিল না, তাই ওকে পুনরায় দলে রাখা হয়।’
তবে পিটারসেনকে পুনরায় দলে রাখার আগে, এই নিয়ে বহু আলোচনা, দলের প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা সবই হয়েছিল। সোয়ান বলেন, ‘অক্সফোর্ডের একটি গল্ফ কোর্সে আমাদের একটি মিটিং করতে ছিল … সেখানে আমাদের সবাইকে একে একে ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে বিসনেস ওয়ার্ল্ডের কনফ্লিক্ট রেসিউলেশন বিশেষজ্ঞ ছিলেন … আমাদের সবাইকে গিয়ে বলতে হয়েছিল, কেভিনের সঙ্গে কোনও সমস্যা আছে কিনা।’
আরও পড়ুন: মাহিমন্ত্রেই বদলেছে ক্রিকেটীয় দর্শন, রবিবারের ইডেন মাতিয়ে অকপট রাহানে
তিনি যোগ করেন, ‘ও (কেভিন) নিজেও সেখানে ছিল। অ্যালিস্টার কুক এবং অ্যান্ডি ফ্লাওয়ারও ছিল। আমি একটু খেপেই ছিলাম। কারণ আমার মনে হয়েছিল, ছুটির মধ্যে কেন আমাকে এই সব করতে আসতে হচ্ছে। কেভ খুব রক্ষণাত্মক ছিল এবং বলেছিল, আমি এর জন্য দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। আমি বলেছিলাম, এর জন্য তুমি দায়ী কেভিন।’
এ ছাড়াও তিনি বারবারই বলেছেন, তাঁর সঙ্গে কেভিন পিটারসেনের সম্পর্কে মোটেও ভালো ছিল না। তাঁরা একে অপরকে ঘৃণা করতেন। সোয়ান বলেছেন, ‘আমি এবং কেভ কখনও-ই একে অপরকে পছন্দ করতাম না। অন্য অনেকে হয়তো ওকে কিছুটা পছন্দ করত বা ওর সঙ্গে থাকত, তবে আমি এবং কেভ সব সময়েই একে অপরকে ঘৃণা করতাম।’
সোয়ান পিটারসেনের দাবি, কেভিন পিটারসেনই ইংল্যান্ড ড্রেসিংরুমে রাজনীতি করেছিল। তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা একটি মিটিং ডেকে বলেছিল যে, বোলাররা আমাদের প্রতি খারাপ আচরণ করছে এবং আমরা যখন মিসফিল্ড করছি, তখন আমাদের উপর চিৎকার করছে … কেভ তখন বলত যে তাকে বুলিং করা হচ্ছে।’
For all the latest Sports News Click Here