‘আমি এত ছোট বয়সে যা পেয়েছি…’, ফাল্গুনী পাঠককে ইঙ্গিত করেই কি তোপ দাগলেন নেহা?
গত কয়েকবছর ধরেই বলিউডের সেরা গায়িকাদের তালিকায় নাম আছে নেহা কক্করের। একাধিক হিট গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তবে কিছুদিন ধরেই বিতর্কে রয়েছেন তিনি। আসলে তিনি নব্বইয়ের দশকের বিখ্যাত গান ফাল্গুনী পাঠকের গাওয়া ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ রিক্রিয়েট করেছেন। আর তা নিয়েই যত জটিলতা, বিতর্ক। আর তাতে এবার জবাবও দিলেন ৩৪ বছরের নায়িকা।
নেহার গাওয়া ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ একেবারেই ভালো লাগেনি দর্শকদের। তার বিরুদ্ধে ইউটিউবে পড়তে শুরু করে নানা ধরনের হেট-কমেন্ট। সমালোচনা হতে থাকে সব জায়গায়। আর এসবে জড়িয়ে পড়েন ফাল্গুনী নিজেও। শুক্রবার সকালে দেখা যায়, এমন বহু মানুষের মতামত তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন, যেগুলি নেহার এই গানের সমালোচনা করা। আরও পড়ুন: ফাল্গুনীর হিট গান গেয়ে সমালোচনার মুখে নেহা! তাতে তাল মেলালেন নাকি ফাল্গুনী নিজেও
এবার সব বিতর্কের জবাব এল নেহার তরফে। যদিও নিজের পোস্টে কারও নাম নেননি গায়িকা। তবে যারা ফাল্গুনী-বিতর্কে অবগত তাঁরা সহজেই দুয়ে দুয়ে চার করতে পেরেছেন। নেহা ইনস্টায় লিখেছে–
‘আমি আজ কেমন বোধ করছি
আমি জীবনে যা পেয়েছি তা পৃথিবীর খুব কম মানুষ পায়। সেটাও এত কম বয়সে। যে ধরনের জনপ্রিয়তা, ভালোবাসা, একাধিক হিট গান, সুপার ডুপার হিট টিভি শো, ওয়ার্ল্ড ট্যুর, একদম খুদে থেকে ৮০-৯০ বছরের ভক্ত, আরও কত কী… তুমি জানো আমি কেন এসব পেয়েছি। আমার গুণ, আমার কঠিন পরিশ্রম, ইতিবাচক মনোভাবের কারণে। আমি আজ শুধু ভগনাকে ধন্যবাদ জানাতে চাই, আর আমার সেইসব ভক্তদের যারা আমাকে ভালোবাসা দিয়েছে এত পরিমাণে। ধন্যবাদ। আমি ভগবানের সবথেকে আশীর্বাদ পাওয়া সন্তান। সবাইকে আবার ধন্যবাদ। তোমাদের সবার জীবন আনন্দে ভরে উঠুক।’
আর এই পোস্ট দেখে অনেকেরই ধারণা ফাল্গুনী আর তাঁর সমস্ত ট্রোলারদেরই জবাব দিয়েছেন নেহা। আসলে অনেকেই অবাক হয়েছিলেন ফাল্গনী যখন নেহাকে নিয়ে ওঠা ট্রোল নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
For all the latest entertainment News Click Here