আমি এখন ২৫ বছরের যুবক! ৫০ বছরের জন্মদিনে কেন বয়স কমিয়ে বললেন সচিন?
শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ভারতে তো তিনি আবার ‘ক্রিকেট ঈশ্বর’ হিসেবে পূজিত হন। সেই ক্রিকেট ঈশ্বর সম্প্রতি পা দিয়েছেন তাঁর জীবনের ৫০তম বসন্তে। সচিন তেন্ডুলকরের জন্মদিনে গোটা দেশের পাশাপাশি বিদেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কোটি কোটি মানুষের নিঃশর্ত ভালোবাসা পেয়ে আপ্লুত স্বয়ং ‘লিটল মাস্টার’। সেকথা তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। পাশাপাশি দিয়েছেন হৃদয়স্পর্শী বার্তাও। সচিনের মতে তাঁর ৫০ বছর হয়নি বরং তিনি এখন ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ২৫-এর যুবক মাত্র!
২০২৩-এর ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকর উদযাপন করেছেন তাঁর পঞ্চাশতম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে যে শুভেচ্ছাবার্তা তিনি পেয়েছেন তাতে অভিভূত তিনি, সেকথা জানাতেও ভোলেননি। সচিনের মতে তাঁর কাছে ভাষা নেই ধন্যবাদ জ্ঞাপনের। পাশাপাশি শুভেচ্ছা বার্তা প্রদানকারীদের প্রতি তিনি একটি হৃদয়স্পর্শী বার্তাও দিয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়াতে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘মাঠে নেমে যে ট্রফি আমরা জিতি তার পাশাপাশি মাঠের বাইরের বন্ধুত্বও খুব গুরুত্বপূর্ণ। যা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আপনাদের সবার তরফ থেকে এত বেশি ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তা পাওয়াটা হৃদয়স্পর্শী। যে উষ্ণতা আমি পেয়েছি তা ভাষায় আমি প্রকাশ করতে পারব না। অসাধারণ ফটো, ভিডিয়ো এবং শুভেচ্ছা বার্তা আপনারার সবাই আমাকে পাঠিয়েছেন। আমাকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার ৫০ বছর বয়স হয়নি। আমি এখন ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ২৫-এর যুবক।’
১৯৮৯ সালে পাকিস্তানের মাটিতে ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রমদের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সচিনের। এরপরের ইতিহাস সকলের জানা। টানা ২৪ বছরের বিরতিহীন ক্রিকেট কেরিয়ার। ২০০টি টেস্ট ম্যাচ খেলা। ১০০টি আন্তর্জাতিক শতরান-সহ একাধিক নজির গড়েছেন তিনি। তাঁর গড়া সমস্ত নজির নিয়ে কথা বলতে গেলে হয়ত একটা গোটা দিন লেগে যাবে। তারপরেও হয়ত বাকি থেকে যাবে কোনও অধ্যায়। এতটাই বর্ণময় তাঁর ক্রিকেটীয় কেরিয়ার।
For all the latest Sports News Click Here