আমি, আলিয়া, ক্যাটরিনা তিনজনেই চরম ব্যস্ত- জি লে জারা নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা
সিটাডেলের প্রচারেই এখন মূলত ব্যস্ত আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই সিরিজ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। কিন্তু তার আগেই তিনি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের সফরের বিষয়ে জানালেন। এই ১২ এপ্রিল অভিনেত্রী তাঁর কেরিয়ারের ২১ বছর পূর্ণ করলেন। হ্যাঁ, আজ থেকে ২১ বছর আগে তিনি বিনোদন জগতে অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন। এখন যদি ঘুরে দেখতে হয়, নিজের কেরিয়ার, বা এই সফর নিয়ে কী মনে হয়? কীভাবে দেখেন গোটা বিষয়টা? বা তাঁর আগামীর পরিকল্পনা কী? উত্তরে অভিনেত্রী বলেন, আমি আমার জীবনে বেশি দূরে দেখতে পাই না। অনেকেই ভাবেন আমি ভীষণ রকম গোল ওরিয়েন্টেড। আমি সত্যি তাই। কিন্তু আমি বড় খেলাগুলো খেলি ছোট ছোট ধাপে ভেঙে, ছোট ছোটগুলো দিয়েই বড়টা জিতি। উদাহরণ হিসেবে বলি ধরুন আমি আমার জীবনে প্রতিদিন নিজের সেরাটা দিই। প্রতিটা ধাপে সফল হই। যদি এখন প্রতিটা ধাপেই সফল হই, গোটা জীবনেও তো সফলই হবো। তাই না?’
তিনি আরও বলেন, ‘তাই আমি রোজ এমন মানসিকতা নিয়ে কাজ করি যাতে আমার রাস্তায় যাই বাঁধা হিসেবে আসুক না কেন আমি যেন সেটাকে হ্যান্ডেল করতে পারি। আমি কখনও কোনও সময় না বলি না। আমি বলি দেখছি। আমি সবসময়ই শিখি এবং আমি আজকের দিনটাকে সেটার সেরা হিসেবে বানানোর চেষ্টা করি। তাই যখন এত বছর পর পিছন ফিরে তাকাই মনে হয় ও এখনও এখানেই আছ এবং সঠিক কাজ করে চলেছ!’
আগামীতে অভিনেত্রীকে জি লে জারা ছবিটিতে দেখা যেতে চলেছে। তাঁর সঙ্গে এখানে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকেও দেখা যাবে। কিন্তু এই ছবিটার বর্তমান অবস্থা কী? কোথায় দাঁড়িয়ে আছে এটি? উত্তরে অভিনেত্রী বলেন, ‘সবাই এখন এটাই জানতে চাইছেন কিন্তু বিশ্বাস করুন আমি নিজেই জানি না। আসলে আমি, আলিয়া, ক্যাটরিনা তিনজনেই নিজেদের জীবনের ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। ফলে আশা করছি আগামী বছর এটা হতে পারে। সেটাই লক্ষ্য।’
For all the latest entertainment News Click Here