‘আমি আফ্রিদি নই’, অবসর ভেঙে IPL-এ ফেরা নিয়ে পাকিস্তানিকে ট্রোল রায়নার- ভিডিয়ো
অসংখ্যবার পেশাদারি ক্রিকেট থেকে অবসরগ্রহণ করেছেন। অসংখ্যবার অবসর ভেঙে ফিরেছেন। তা নিয়ে শাহিদ আফ্রিদিকে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রোলের মুখে পড়তে হয়। এবার আফ্রিদিকে ট্রোল করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। লেজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) দুর্দান্ত খেলার পর আইপিএলে প্রত্যাবর্তন করবেন কিনা, সেই প্রশ্নের জবাবে রায়না খোঁচা দেন, ‘আমি সুরেশ রায়না, শাহিদ আফ্রিদি নই।’ যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বুধবার দোহায় এলএলসিতে ওয়ার্ল্ড জায়ান্টেসের বিরুদ্ধে নেমেছিল ইন্ডিয়া মহারাজাস। সেই ম্যাচে ৪১ বলং ৪৯ রান করেন রায়না। তারপর এক ওভার বলে ১১ রান এক উইকেট নেন। তাও আবার কোনও লোয়ার-অর্ডার ব্যাটারের নয়, একেবারে ক্রিস গেইলকে আউট করেন। যিনি ৪৬ বলে ৫৭ রান করেন। তারপর ডিপে দ্রুত এগিয়ে এসে রস টেলরের দারুণ ক্যাচ নেন বরাবরের মতো ফিট রায়না।
আরও পড়ুন: Legends League Cricket Masters: ব্রেট লি, গেইলদের দাপট, ফের হারল ভারত মহারাজা, ৩ উইকেটে জয় ওয়ার্ল্ড জায়ান্টসের
যে পারফরম্যান্স দেখে অনেকে হা-হুতাশ শুরু করে দেন, ইস! রায়না যদি আইপিএলে খেলতেন। চেন্নাই সুপার কিংস বা অন্য কোনও দলের হয়ে যদি মাঠে নামতেন ‘মিস্টার আইপিএল’, তাহলে এখনও নিজের ছাপ রেখে যেতেন। যদিও ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সেই সম্ভাবনায় জল ঢেলে দেন রায়না। সেইসঙ্গে আফ্রিদিকে তুমুল খোঁচা দেন। ‘ম্যায় সুরেশ রায়না হুঁ, শাহিদ আফ্রিদি নেহি হু, রিটায়ারমেন্ট লে চুকা হুঁ (আমি সুরেশ রায়না, শাহিদ আফ্রিদি নই। অবসর নিয়ে ফেলেছি)।’
আরও পড়ুন: Legends League Cricket 2023: পিছনে দৌড়ে-দৌড়ে ডাইভ, ৪৪ বছরে LLC-তে দুর্ধর্ষ ক্যাচ WI-র প্রাক্তনীর- ভিডিয়ো
ওই মন্তব্যের পরই অট্টাহাসিতে ফেটে পড়েন রায়না। যে সাংবাদিক ওই প্রশ্ন করেছিলেন, তিনিও হাসিতে গড়িয়ে গড়েন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘আমার আইডল। আপনাকে আইপিএলে মিস করব।’ অপর একজন বলেন, ‘ব্যাপক মজা পেলাম (রায়নার কথা শুনে)।’
রায়না যে আফ্রিদির অবসর ভেঙে মাঠে ফেরা নিয়ে ট্রোল করেছেন, সেটা হামেশাই নেটিজেনরা করেন। ২০১৭ সালের একটি রিপোর্ট অনুযায়ী, ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কমপক্ষে পাঁচবার অবসর ঘোষণা করেছেন। ২০০৬ সালে টেস্ট থেকে অবসর গ্রহণ করেছিলেন। দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পালটে ফেলেছিলেন। বছর কয়েক পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। কিন্তু পাঁচ মাস পরে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছিলেন। তারপর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছিলেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here