‘আমি আদ্যোপান্ত বাঙালি’, নববর্ষে সেই বাঙালিয়ানায় কীভাবে মাতেন সুস্মিতা?
মাত্র দুই বছর আগে বিনোদন জগতে পথচলা শুরু করেন সুস্মিতা। কিন্তু হলে কী হবে এখন তিনি ফাটিয়ে কাজ করছেন। ভরপুর কাজ রয়েছে তাঁর হাতে। প্রেম টেম ছবির মাধ্যমে ডেবিউ সেরেছিলেন অভিনেত্রী। তাঁর মিষ্টি মুখটা দেখে অনেকেই ঠাহর করতে পারেন না যে তিনি বাঙালি। যদিও নায়িকার পদবীর দিকে চোখ রাখলে সেই ভুল অনায়াসে ভেঙে যায়। এ হেন অভিনেত্রীর কাছে পয়লা বৈশাখ বা নববর্ষের অর্থ কী? কীভাবে কাটান তিনি এই বিশেষ দিনটা?
সুস্মিতা আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান তাঁর কাছে বাঙালিয়ানার অর্থ কী। অভিনেত্রীর কথা অনুযায়ী, ‘আমি আদ্যোপান্ত বাঙালি। ফলে এই বিশেষ দিনে আমি কখনই জিন্স টিশার্ট, ইত্যাদি পরি না। বরং এদিন মায়ের একটি শাড়ি পরি। পয়লা বৈশাখ মানেই শাড়ি। সঙ্গে হালকা এবং মানানসই গয়না এবং একটি ছোট টিপ পরি। এতেই আমার সাজ সম্পূর্ণ হয়। এছাড়া খাওয়াদাওয়া ছাড়া তো বাঙালির কোনও অনুষ্ঠান জমে না। কিন্তু যেহেতু এখন ডায়েটে আছি তাই ওটা মিস যায়।’ তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ‘খাওয়া দাওয়া মিস করলেও আমি বাঙালি সাজে সেজেই মন ভরাই।’
প্রসঙ্গত চেঙ্গিজ ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। জিতের বিপরীতে লিড মহিলা চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা। আগামী ২১ তারিখ অর্থাৎ ইদের দিন মুক্তি পাচ্ছে এই ছবি। এটাই প্রথম বাংলা ছবি যা একসঙ্গে হিন্দি এবং বাংলায় মুক্তি পাবে। এখন এই ছবির প্রচার চলছে। ফলে চরম ব্যস্ততায় দিন কাটছে অভিনেত্রীর। ১৪৩০ এর প্রথম দিনেও তাই তিনি কাজে ব্যস্ত থাকবেন।
জিৎ অভিনীত চেঙ্গিজ ছবিতে তাঁর সঙ্গে সুস্মিতা ছাড়াও রোহিত রায়, শাতাফ ফিগারকে দেখা যাবে। চেঙ্গিজ ছবিটির প্রযোজনা করেছে জিৎ ফিল্মওয়ার্কস এবং নিবেদনা করেছে এএ ফিল্মস। কোন গল্প দেখা যাবে এই ছবিতে? ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় যে আন্ডারওয়ার্ল্ডের দাপট দেখা যেত সেই গল্পই এখানে উঠে আসবে। ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
For all the latest entertainment News Click Here