আমি অর্জুনের জন্য নিয়মিত রান্না করি, ও তো চা বানাতেও জানে না: মালাইকা
কিছুদিন আগেই মালাইকা অরোরা জানিয়েছিলে তিনি অর্জুন কাপুরকে বিয়ে করতে প্রস্তুত। যদিও আপাতত অর্জুনের সঙ্গে সহবাসে রয়েছেন ‘খান’ বাড়ির প্রাক্তন বউমা। সম্প্রতি মালাইকা জানিয়েছেন তিনি অর্জুনের জন্য নিয়মিত রান্না করেন। যদিও অর্জুন নাকি নেহাত চা বানাতেও জানেন না। অর্জুনকে রান্না করতে বলা নেহাত বোকামি ছাড়া নাকি আর কিছুই নয়।
সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন কাপুরকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মালাইকা। তাঁর কথায়, ‘আমিই অর্জুনের জন্য সবসময় রান্না করি। যদিও পরিবর্তে আমি ওকে রান্না করতে বলে ভুল করব না। যদি কেউ রান্না করতেই না পারেন তবে তাঁকে কেনইবা রান্না করতে বলব! এটা একটু বোকামি হয়ে যাবে। ও তো কীভাবে চা বানাতে হয়, সেটাও জানে না। আর রান্না তো অনেক দূরের কথা… । আমার অবশ্য রান্না করতে ভালোই লাগে। আমাদের দুজনের তাই একসঙ্গে রান্না করার দরকার নেই। ও আমার রান্না করা খাবার উপভোগ করে, এটাই আমার ভালো লাগার জায়গা।
আরও পড়ুন-‘দেবী চৌধুরানী’র শ্যুটিং বানচাল করতে ফোন করছেন টলিউডের কিছু পরিচালক, প্রযোজক! মুখ খুললেন পরিচালক শুভ্রজিৎ
লকডাউনের সময় মালাইকা নিজের হাতে রান্না করা ভিডিয়োও পোস্ট করেছিলেন। এর আগে ব্রাইডস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন সম্পর্কে মালাইকা বলেছিলেন ‘অর্জুন ওঁর বয়সের তুলনায় অনেক পরিণত বলেই আমি মনে করি। অর্জুনের মধ্যে একটা সুন্দর মন রয়েছে। ও সঙ্গীর প্রতি যত্নশীল আবার একই সঙ্গে ও একজন স্বাধীনচেতা পুরুষ। আজকাল ওঁর মতো পুরুষমানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়।’ অর্জুনকে বিয়ে করবেন কিনা প্রশ্নে মালাইকা উত্তর দেন, ‘হয়ত হঠাৎ করেই একদিন করে ফেলব, তবে এটার উত্তর আমি এই মুহূর্তে দিতে পারব না। আর পরিকল্পনা করে কিছুই ঠিকঠাক হয় না। । বেশি পরিকল্পনা করলে সব আনন্দকে মাটি হয়ে যায় বলে আমার মনে হয়।’
প্রসঙ্গত ১৯৯৮-সালে ভালোবেসেই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা অরোরা তাঁদের এক সন্তানও হয়। তাঁদের ছেলে আরহানের বয়স এখন ২০। দীর্ঘ ১৮ বছর পর দাম্পত্য জীবনে ইতি টানেন আরবাজ-মালাইকা।
For all the latest entertainment News Click Here