আমি অপরাধী নই, আপিলের অধিকার পাওয়া উচিত -অধিনায়কত্ব প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ক্রমাগত অধিনায়কত্বের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছেন। এবং এখন তিনি একটি তীক্ষ্ণ বক্তব্য দিয়েছেন। ওয়ার্নার বলেছেন যে তিনি অপরাধী নন এবং তাঁর আপিল করার অধিকার পাওয়া উচিত। ২০১৮ সালে ওয়ার্নারকে অধিনায়কত্বের উপর নিষিদ্ধ করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে আপিল করার অধিকারও দেয়নি। তবে, এখন তাঁকে এই অধিকার দেওয়া হয়েছে এবং তাঁর আপিল শিগগিরই পর্যালোচনা করা হতে পারে। ওয়ার্নার মাত্র নয় মাস আগে এই বিষয়ে অনুরোধ করেছিলেন, কিন্তু এটি দীর্ঘদিন ধরে চলছে।
আরও পড়ুন… সাত বছর পরে আবার ATP Final চ্যাম্পিয়ন, ক্যাসপারকে হারিয়ে ফেডেরারের রেকর্ড ছুঁলেন জকোভিচ
ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘এটা টানাটানি করা হয়েছে এবং এটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই বেদনাদায়ক। আমি মনে করি এটা শুধু সৎ হওয়ার একটা বিষয় কারণ আমি একজন অপরাধী নই। আপনার একটা মঞ্চে আসার পর আপিল করার অধিকার পাওয়া উচিৎ। আমি বুঝতে পারি যে তাঁরা আমাকে নিষিদ্ধ করেছে, কিন্তু কাউকে আজীবনের জন্য নিষিদ্ধ করা একটি বড় সিদ্ধান্ত। এটা আমার সামনে এসে বলার সুযোগ যে আমি এগিয়ে গেছি। আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেটআপে নামার জন্য আমার সময় দিয়েছি।’
আরও পড়ুন… Iran in FIFA WC: বিশ্বকাপের মঞ্চে ইরান সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ফুটবল দলের, ‘হিজাব বিরোধীদে’র সমর্থন অধিনায়কের
বল টেম্পারিং মামলায় নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৮ সালে, অস্ট্রেলিয়ান দল দক্ষিণ আফ্রিকা সফরে বল-টেম্পারিংয়ের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। ক্যামেরন ব্যানক্রফট স্যান্ডপেপার দিয়ে বল টেম্পার করে ক্যামেরায় ধরা পড়েন। বিষয়টি তদন্ত করা হলে দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও ওয়ার্নারকেও এতে জড়িত পাওয়া যায়। ওয়ার্নার এবং স্মিথকে এক বছরের জন্য ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছিল এবং ওয়ার্নারকে আজীবনের জন্য অধিনায়কত্ব থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বও করেছেন স্মিথ, তবে ওয়ার্নার এখনও সেই সুযোগ পাননি।
সিএ অর্থাৎ ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার এক বিবৃতিতে বলেছে যে ওয়ার্নার এখন তার নিষেধাজ্ঞা সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। ‘পরিবর্তনের অংশ হিসাবে, খেলোয়াড় এবং সহায়তা স্টাফরা এখন তাদের নিষেধাজ্ঞাগুলি হ্রাস করার জন্য আবেদন করতে সক্ষম হবেন। যে কোন আবেদন তিন ব্যক্তির পর্যালোচনা প্যানেল দ্বারা বিবেচনা করা হবে, যার মধ্যে একটি স্বাধীন আচরণবিধি কমিশনার রয়েছে। যাকে অবশ্যই সন্তুষ্ট হতে হবে যে অনুমোদন পরিবর্তনের ন্যায্যতা দেওয়ার জন্য ব্যতিক্রমী পরিস্থিতি বিদ্যমান।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই পরিস্থিতি এবং বিবেচনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যে অনুমোদনের বিষয় প্রকৃত অনুশোচনা প্রদর্শন করেছে কিনা, নিষেধাজ্ঞা আরোপের পর থেকে বিষয়ের আচরণ এবং আচরণ, একটি পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন হয়েছে কিনা (যদি প্রযোজ্য হয়) এবং অনুমোদনের পরে কত সময় তারপর থেকে অতিবাহিত হয়েছে এবং সংশোধনের অনুমতি দেওয়ার জন্য পর্যাপ্ত সময় অতিবাহিত হয়েছে কিনা।’
For all the latest Sports News Click Here