আমিরের সুপারহিট ৩ ইডিয়টস ফিরছে? উত্তর দিলেন শরমন যোশী
শরমন যোশীর নতুন কাজ তথা ওয়েব সিরিজ ‘কাফাস’ সদ্যই মুক্তি পেয়েছে। আপাতত এই নতুন কাজ নিয়েই তিনি ব্যস্ত। তার মধ্যেই দর্শকরা যে যে সিক্যুয়েলগুলোর জন্য অপেক্ষমান তার একটি নিয়ে আভাস দিলেন। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন তিনি ‘৩ ইডিয়টস’-এর বিষয়েই কথা বলেছেন।
শরমন এর আগে আমিরের সঙ্গে ‘রং দে বসন্তী’ ছবিতে কাজ করেছিলেন। সেই ছবিটাও হিট করেছিল। আর ‘৩ ইডিয়টস’ তো সুপারহিট করেছিল। ২০০৯ সালের এই ছবিতে উঠে এসেছিল র্যাঞ্চো, রাজু, ফারহানের বন্ধুত্বের কথা। তিনের দুষ্টুমি, একে অন্যের জন্য নিবেদিত প্রাণ মন কেড়েছিল ভক্তদের। ওই একেবারে আদর্শ বন্ধু যাকে বলে। এবার সেই সুপারহিট ছবির সিক্যুয়েল কি ফিরতে চলেছে? কী জানালেন তিনি।
একটি ওয়েব পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে ‘৩ ইডিয়টস’-এর রাজু ওরফে শরমন বলেন, এই ছবির সিক্যুয়েলের একটা প্ল্যান তো আছেই। তিনি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন রাজকুমার হিরানি অর্থাৎ এই ছবির পরিচালক জানেন যে দর্শকদের কাছে এটি কত পছন্দের একটি ছবি, সবাই কত ভালোবাসে এটাকে। তাই তিনিও এটার সিক্যুয়েল ফেরানোর জন্য আগ্রহী। এমনকি একাধিক সময় তিনি তাঁদের সঙ্গে সিক্যুয়েলের জন্য নানা স্টোরি আইডিয়া শেয়ার করেছেন বলেও জানান।
শরমন তাঁর বক্তব্যে আরও বলেন, হিরানি আপাতত শেষ নির্বাচিত হওয়া স্টোরি লাইন নিয়ে কাজ করছেন। কিন্তু গল্পটি একটি জায়গায় আটকে গিয়েছে। তিনি সেই জট ছাড়ানোর চেষ্টা করছেন। দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই। হয়তো আগামীতে এই ছবির সিক্যুয়েল আসবে।
তবে নিকট ভবিষ্যতে আসুক এই ছবির সিক্যুয়েল বা পরে যদি ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল হয় তাহলে যে সেটা কেবল দর্শকদের জন্য পাওনা হবে এমনটা মোটেই নয়। শরমন স্পষ্টই জানান তাঁরাও ভীষণ আনন্দ পাবেন এত পছন্দের একটি কাজ করতে।
প্রসঙ্গত এই ত্রয়ীর জুটিকে সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল একসঙ্গে। তখন অনেকেই ভাবেন এবার বুঝি সত্যি ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে। খোদ করিনা কাপুর সেই জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। তবে পরে জানা যায় সেটা নেহাতই বিজ্ঞাপন।
For all the latest entertainment News Click Here