আমিরের ‘লাল সিং চড্ডা’কে হারিয়ে দিল ‘রাম সেতু’, প্রথম তিনদিনেই বড় চমক অক্ষয়ের!
‘রক্ষা বন্ধন’-এর ব্যর্থতা কাটিয়ে উঠতে সফল অক্ষয় কুমার। ‘রাম সেতু’র সুবাদে বক্স অফিসে লক্ষ্মী লাভ করছেন খিলাড়ি কুমার। মুক্তির প্রথম তিন দিনেই দেশের বক্স অফিসে ৩৪. ২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। বৃহস্পতিবার এই ছবির কালেকশন ছিল ৮.২৫ কোটি টাকা। প্রথম তিন দিনের আয়ের নিরিখে ২০২২ সালে মুক্তি পাওয়া অরিজিন্যাল হিন্দি ছবিগুলোর মধ্যে সেরা দশে জায়গা করে নিল ছবি।
‘রাম সেতু’ এই তালিকায় রয়েছে আট নম্বর স্থানে। আমির খানের ‘লাল সিং চড্ডা’কে হারিয়ে এই আসন দখল করেন অক্ষয়। আমির-করিনা জুটির ছবি প্রথম তিন গিনে ২৭ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে উৎসবের মরসুমে মুক্তি পাওয়া অক্ষয়ের ‘রক্ষাবন্ধন’ এবং রণবীরের ‘শামশেরা’ যথাক্রমে ৩০ কোটি টাকা আয় করেছে। প্রথম সপ্তাহের আয়ের নিরিখে ২০২২-এর ব্লকবাস্টার হিন্দি ছবির তালিকাতেও জায়গা করে নেনে এই ছবি।
তবে দিওয়ালি মিটতেই বৃহস্পতিবার প্রায় ২৫ শতাংশ আয় কমেছে অক্ষয় কুমারের ছবির। তৃতীয় দিনে এই ছবি ব্যবসা করেছে ৮.২৫ কোটির, বেশিরভাগ টাকা এসেছে গুজরাট আর উত্তরপ্রদেশ থেকে। তবে মুম্বই, দিল্লি আর কলকাতার বক্স অফিসের নিরিখে এই ব্যবসা ৩৫-৪০ শতাংশ কমেছে।
গত ২৫শে অক্টোবর মুক্তি পেয়েছে পরিচালক অভিষেক শর্মার এই ছবি। এই ছবিতে অক্ষয় ছাড়াও দেখা মিলেছে নুসরত ভারুচা, জ্যাকলিন ফার্নান্ডিজ, নাসের, এবং সত্যা দেবের। এই ছবিতে আর্কিওলজিস্টের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। সুপ্রিম কোর্টে রাম সেতু ভেঙে ফেলবার আবেদন জানিয়েছে সরকার, আর রাম সেতু বাঁচানোর অভিযানে আকাশ-পাতাল এক করে দিচ্ছেন অক্ষয়। সেই কর্মযজ্ঞে সফল হতে গিয়ে কী কী কাঠখড় পোড়াতে হয়েছে অক্ষয়কে সেই নিয়েই এগোবে ছবির গল্প।
আপতত অক্ষয়ের হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’, ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’-র মতো ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও ‘OMG: ওহ মাই গড ২’, ‘গোরখা’. ‘ক্যাপসুল গিল’-এর মতো ছবিতেও হিরোর ভূমিকায় দেখা যাবে আক্কিকে।
For all the latest entertainment News Click Here