আমিও ১ ওভারে ৩৬ তুলেছি, তবে.., বুমরাহর রেকর্ড নিয়ে প্রতিক্রিয়া শাস্ত্রীর: ভিডিয়ো
‘ভেবেছিলাম সব কিছু দেখা হয়ে গিয়েছে। তবে আজ যা দেখলাম, তার থেকে অদ্ভুত কিছু হয় না।’ স্টুয়ার্ট ব্রডের ওভারে ব্যাট হাতে বুমরাহর তাণ্ডব দেখে রবি শাস্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল এটাই।
উল্লেখ্য, এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের ওভারে ৩৫ রান সংগ্রহ করে ভারত। ১টি ওয়াইড বলে বাই-চার (৫) ও ১টি নো বলে ছক্কা (৭)-সহ ওভারের ৮টি বলে যথাক্রমে ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ রান ওঠে। নো-ওয়াইড বাদ দিয়ে বুমরাহ ব্রডের সেই ওভারে সংগ্রহ করেন ২৯ রান।
টেস্টের এক ওভারে সব থেকে বেশি রান (৩৫) খরচ করার লজ্জাজনক বিশ্বরেকর্ড গড়েন স্টুয়ার্ট ব্রড। এর আগে রবিন পিটারসন, জেমস অ্যান্ডরসন ও জো রুট এক ওভারে ২৮ রান করে খরচ করেছিলেন। সেটাই ছিল আগের যুগ্ম রেকর্ড।
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
টেস্টে আগে কখনও এক ওভারে ৩৫ রান তুলতে পারেনি কোনও দল। যেটা ভারতের দিক থেকেও বিশ্বরেকর্ড বটে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এক ওভারে ২৮ রান করে সংগ্রহ করেছিল।
তাছাড়া নো-ওয়াইড বাদ দিয়ে এক ওভারে বুমরাহর ২৯ রান (৪,৬,৪,৪,৪,৬,১) সংগ্রহ করাও টেস্টে বিশ্বরেকর্ড। আর কোনও ব্যাটসম্যান টেস্টের এক ওভারে ২৯ রান তুলতে পারেননি। এর আগে ব্রায়ান লারা, জর্জ বেইলি ও কেশব মহারাজ ২৮ রান করে সংগ্রহ করেছিলেন।
আরও পড়ুন:- এটা কে? যুবরাজ নাকি? ব্যাট হাতে বুমরাহর তাণ্ডবে মজে সচিন তেন্ডুলকর
বুমরাহ এমন ব্যাটিং দেখে শাস্ত্রী বলেন, ‘আপনারা জানেন যুবরাজ ৩৬ রান তুলেছিল, ৩৬ রান তুলেছিলাম আমিও (আন্তর্জাতিক ক্রিকেটে নয়)। ভেবেছিলাম সব দেখে ফেলেছি। তবে তেমনটা নয় মোটেও। আজ যা দেখলাম, তার থেকে অদ্ভুত আর কিছু হয় না। জসপ্রীত বুমরাহ ভারতকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে ১০ নম্বরে ব্যাট করে বিশ্বরেকর্ড গড়ছে, এমনটা কল্পনা করাও সম্ভব ছিল না।’
শাস্ত্রী আরও বলেন, ‘এক ওভারে ৩৫ রান, যেটা বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল ২৮। বুমরাহ ২৯ রান করে লারা, বেইলি, মহারাজের বিশ্বরেকর্ড ভাঙছে, ওভারে ৩৫ রান উঠছে, এর থেকে অদ্ভুত বিষয় আর কিছু হতে পারে না।’
For all the latest Sports News Click Here