আমিও খেলতে চাই, কিন্তু IPL তো সবার জন্য নয়, হতাশ অজি তারকা ল্যাবুশান
টেস্ট ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান স্তম্ভ। মার্নাস ল্যাবুশান। টেস্ট ক্রিকেটে ভালো রান করলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে তাঁর পারফরম্যান্স অবস্থা তথৈবচ। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলও খেলেন না তিনি। তবে এই অজি তারকা ক্রিকেটার এবার আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করলেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, টি-টোয়েন্টি লিগে খেলা অনেকটা কঠিন।
টেস্ট ক্রিকেটে ল্যাবুশান বোলারদের কাছে ত্রাস। তবে ক্রিকেটে ছোট ফরম্যাটে উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেননি তিনি। এখনও পর্যন্ত খেলেছেন মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ। করেছেন মাত্র ২ রান। সম্প্রতি তিনি দ্য গার্ডিয়ানের সাথে কথা বলার সময় উল্লেখ করেছেন, প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে একটি আইপিএলে চুক্তি ধরে রাখার জন্য ধারাবাহিক ভাবে রান করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন আগামী প্রজন্মের ক্রিকেটাররা আরও বেশি করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাইবে।
অজি ক্রিকেটার বলেন, ‘অবশ্যই তরুণ ক্রিকেটারদের জন্য এখন আরও পথ খুলে গিয়েছে। তবে আমিও আইপিএলে খেলতে চাই। কিন্তু মনে করি না যে আইপিএল সবার জন্য। কিছু সংখ্যক ক্রিকেটাররা আছে যারা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বেছে নেয়। কিন্তু এই টুর্নামেন্টগুলিতে নিজের ভবিষ্যৎ অসুরক্ষিত হবার সম্ভাবনা প্রবল ভাবে থাকে। ক্রিকেটাররা বাদও পড়ে যায় তাড়াতাড়ি। যদি টাকাই সব কিছু হয় এবং সবাই দেখে যে তারা টেস্ট ক্রিকেটের চেয়ে সাদা বল খেলে বেশি উপার্জন করতে পারে, তবে তারা সেই পথটিকেই বেছে নেবে।’ বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলা ল্যাবুশান আইপিএল ২০১২ নিলামে নিজের নাম লেখান। প্রাথমিক মূল্য ১ কোটি টাকা হয়। তবে নিলামে কোনও দলই তাকে কেনেনি।
মার্নাস ল্যাবুশান জানিয়েছেন, তিনি লাল বলের ক্রিকেট পছন্দ করেন। সঙ্গে এই মরশুম অসাধারণ যাবে বলে তিনি আশা করেন। এই বিষয়ে মানার্স বলেন, ‘গত তিন-চার বছরে টেস্ট খেলা অবিশ্বাস্য হয়ে উঠেছে। দর্শকদের বিনোদনও দিয়েছে। ২০১৯ সালের অ্যাসেজ ছিল একটি অবিশ্বাস্য সিরিজ। সেই সঙ্গে অস্ট্রেলিয়া বনাম ভারত সত্যিই ভালো সিরিজ। আমরা ভারতে কিছু দুরন্ত টার্নিং উইকেটে বেশ ভালো ম্যাচ খেলেছি। এর সঙ্গে যদি নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, পাকিস্তান বনাম ইংল্যান্ডে ম্যাচগুলি দেখা হয়, তাহলে দেখা যাবে খেলাটি ফের নিজের পুরনো রূপ ধারণ করেছে। তাই আমি মনে করছি এই মরশুম বিনোদনমূলক হয়ে উঠতে চলেছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here