‘আমিই শো-এ যেতে অস্বীকার করেছি’, অনুপমের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন কপিল
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর টিমকে নাকি ‘দ্য কপিল শর্মা শো’-তে আমন্ত্রণ জানানো হয়নি। এক টুইটে পরিচালক বিবেক অগ্নিহোত্রী কপিল শর্মা এবং তাঁর শো-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তাঁদের ছবির টিমকে শোতে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কপিল শর্মাকে বয়কট করার ঝড় বয়ে যায়।
অনেকেই এ নিয়ে কপিলকে টুইট করেন। যদিও এ বিষয় প্রথমে কোনও মন্তব্য করতে দেখা যায়নি কপিলকে। সম্প্রতি ছবির অভিনেতা অনুপম খের এই বিষয় মুখ খুলেছেন। সত্যিটা বলার জন্য টুইট করে অনুপম খেরকে ধন্যবাদ জানিয়েছেন কপিল।
টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাঙ্কর জিজ্ঞাসা করেছিলেন যে কপিল শর্মা শো একটি কমেডি শো। এত গভীর ইস্যু কি এতে আলোচনা করা যায়? এ বিষয়ে অনুপম খের বলেছেন, ‘সত্যি বলছি, আমি শো-এর জন্য ফোন এসেছিল। হারমান মানে যে আমার ম্যানেজার তাঁকে বলেছিলাম, এই ছবিটা খুব সিরিয়াস। তাই আমি এখানে যেতে পারব না। আমি আমার সেখানেই আমার যুক্তিটা রেখেছিলাম। এইটা প্রায় দু’মাস আগে ঘটেছে। আমাকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। আমি কয়েকবার শোতে গিয়েছি এবং এটি একটি মজার শো। মজার অনুষ্ঠান করা খুব কঠিন এবং তিনি এটি খুব ভালো করে করেন। আমার মনে হয় না আমাদের প্রতি বা ছবির প্রতি কপিলের কোনও বিদ্বেষ আছে।’
টুইটারে অনুপম খেরের ভিডিয়ো শেয়ার করে কপিল লিখেছেন, ‘আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে বলার জন্য আপনাকে ধন্যবাদ পাজি এবং একইসঙ্গে সেই সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই যারা সত্যিটা না জেনে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, খুশি থাকুন, হাসতে থাকুন।’
For all the latest entertainment News Click Here