‘আমার স্বামী পছন্দ করে না…’, মা হওয়ার ধকল সামলেই করবা চৌথের ব্রত পালন সোনমের
মা হয়েছেন কিছু দিন আগেই। শরীর উপর দিয়ে নেহাত কম ধকল যায়নি। তবু নিয়মরীতি মানতে ত্রুটি নেই। সারা দিন উপোস থেকে স্বামী আনন্দ আহুজার জন্য করবা চৌথের ব্রত পালন করেছেন সোনম কাপুর।
সাজগোজ করতে আগাগোড়াই ভালোবাসেন অনিল-তনয়া। বিশেষ দিনেও তাক লাগিয়েছেন ভারী কাজের গোলাপি রঙের লেহঙ্গায়। সঙ্গে মানানসই গয়না। অল্প মেক আপ, খোলা চুল, সোনমের থেকে চোখ ফেরানো দায়! সোনমের এই সাজের ছবি বরাদ্দ ছিল তাঁর অনুরাগীদের জন্য। তিনি লিখেছেন, ‘আমার বর মনে করে, উপোস হলে তা শুধু হবে ইনটারমিটেন্ট। তাই করবা চৌথের উপোস ওর খুব একটা পছন্দের নয়। তাই আমিও কখনও এই ব্রত পালন করিনি।’
সোনম আরও যোগ করেন। তাঁর কথায়, ‘তবে আমরা মনে করি, উৎসব আর পরম্পরাই কাছের মানুষদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। মাকে এই ব্রত পালন করতে দেখেছি। আমিও এই রীতির অংশ হয়ে, সাজগোজ করে আমারও ভালো লাগছে।’
গত অগস্টে পুত্রসন্তানের মা হয়েছেন সোনম। ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। আপাতত নতুন অতিথিকে নিয়েই দিন কাটছে তাঁর।
আরও পড়ুন: দশেরাতে ছেলের নতুন পোশাক,খেলনার ছবি দিলেন সোনম, কে পাঠাল এই মিষ্টি উপহার?
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন সোনম এবং আনন্দ। গত মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। স্বামীর কোলে শুয়ে ছবি দিয়েছিলেন। ছবিতে দেখা গিয়েছিল তাঁর স্ফীতোদর। মাতৃত্বকালীন অবস্থায় কাজ থেকে বিরতি নিয়েছিলেন সোনম। খুব শীঘ্রই ফের শ্যুটে ফিরবেন তিনি।
For all the latest entertainment News Click Here