‘আমার স্তনকে পণ্য বানিয়েছে’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ব্রেস্ট ক্যানসার-জয়ী ছবির
দিনকয়েক আগেই ক্যানসারকে জয় করেছেন অভিনেত্রী ছবি হুসেন। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ। বছর শেষে ঘুরতে যাওয়ার ছবিতে বিকিনি পরে সামনে এসেছিলেন। সেই ছবিতে হওয়া কটাক্ষ, অসংবেদনশীল মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন ছবি।
সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে একটি পোস্ট করেন ছবি। সঙ্গে তুলোধনা করেন তাঁদের যারা এই ধরনের ‘অসংবেদনশীল’ মন্তব্য করেছেন তাঁর ছবিতে।
ছবি লিখলেন, ‘হ্যাঁ এই ধরনের অসংবেদনশীলতা এখনও ঘটে। আমি সম্প্রতি সমুদ্রসৈকত থেকে কিছু ছবি/রিল পোস্ট করেছিলাম এবং এই মন্তব্যটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমার স্তন এখানে একটি পণ্যের মতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি কি এটা বলে শুরু করতে পারি যে আমি একজন স্তন ক্যান্সারের রোগী। বেঁচে আছি এবং এই অঙ্গটিকে বাঁচিয়ে রাখার জন্য খুব কঠিন লড়াই করেছি। যদিও আমি বিষয়টি নিয়ে চারপাশের মানুষের কৌতূহল সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি, তবে একটু সংবেদনশীলতা খুব একটা আঘাত করে না, তাই নয় কী? এই ব্যক্তি এমন পর্যায়ে চলে গেছে এই বলে, ‘সেলিব্রিটিরা এই ধরনের মন্তব্যে অভ্যস্ত।’
ছবি এরপর যোগ করেন, ‘মনে রাখবেন সেলিব্রিটিরাও মানুষ। স্বাভাবিক মানুষের মতোই তাদের আবেগ আছে। তারা সাধারণ মানুষের মতো ক্যান্সারে আক্রান্ত হয়। তারা সাধারণ মানুষের মতো বেঁচে থাকে বা আত্মহত্যা করে। তাই বেঁচে থাকার সবচেয়ে বড় লড়াই সম্পর্কে এই ধরনের অসংবেদনশীল মন্তব্য কেউই ‘অভ্যস্ত নয়’ ৷ কিন্তু মহিলাদের বুঝতে সাহায্য করার জন্য বলছি স্তন ক্যানসারের সার্জারি কীভাবে হয়… লুম্পেক্টমি ছিল (আমার ছিল), তারা শুধু পিণ্ডটি সরান (পুরো স্তন নয়)। ম্যাস্টেক্টমিও আছে, যেখানে ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে পুরো স্তন বাদ দেওয়া হয়। এটি অনেক পরবর্তী পর্যায়ে ঘটে। (এটি এড়াতে নিজেকে সময়মতো পরীক্ষা করান)। এটা পুনর্গঠন করা যায়। স্তনগুলিকে আগের মতো দেখতে আমারও এরকম পুনর্গঠন অস্ত্রোপচার হয়েছিল। এবং না, আমার সিলিকন দরকার পড়ে না।’
সঙ্গে ছবি নিজের পোস্টে ধন্যবাদ জানান তাঁদের যারা এই ধরনের কমেন্টের বিরুদ্ধে গলা তুলেছেন।
বন্দিনী ধারাবাহিক দিয়ে বিখ্যাত হয়েছিলেন ছবি। এখন তাঁকে দেখা যায় ইউটিউব চ্যানেল এসআইটি-তে। ২০২১ সালে স্তন ক্যানসার ধরা পড়ে ছবির। ২০২২ সালে হয় অপারেশন।
For all the latest entertainment News Click Here